ফার্মেসিতে গিয়েও লেখক অটোগ্রাফে কী লিখেছেন, তা বুঝতে পারলেন না পাঠক ফারজানা

৫০৪ পঠিত ... ১৮:৩২, ফেব্রুয়ারি ২২, ২০২২

Autograph

প্রিয় লেখকের অটোগ্রাফ ঘিরে তৈরি হয়েছে এক উদ্ভুত পরিস্থিতির। গত ২১ ফেব্রুয়ারি দুপুরের পর হাজারীবাগের ফারজানা তার বন্ধুবান্ধব নিয়ে বইমেলায় গেলে দেখা হয় তার প্রিয় লেখকের সাথে৷ অটোগ্রাফ সহ প্রিয় লেখকের বই কিনে বাসায় যাওয়ার পর ফারজানা খেয়াল করেন অটোগ্রাফের কোন লেখাই তিনি পড়তে পারছেন না।  

প্রথম অবস্থায় ফারজানা এটা রহস্য উপন্যাসের কোনো ধাঁধা ভাবলেও কোনো ভাবেই তিনি আর মেলাতে না পেরে মাঝরাত অবধি চেষ্টার পর ফারজানা তার, ভার্সিটির চ্যাট গ্রুপ, বেস্টু গ্রুপ, ট্যুর চ্যাট গ্রুপ, ডিপার্টমেন্ট চ্যাট গ্রুপ, আড্ডা চ্যাট গ্রুপ সব সকল চ্যাট গ্রুপে অটোগ্রাফটির ছবি পাঠালেও কেউ অটোগ্রাফের মানে বের করতে পারেননি। 
আজ সকালে ফার্মেসি খোলার সাথে সাথে তিনি ফার্মেসিতে গিয়ে তার অটোগ্রাফ সব বইটি দেখান। দেখার সাথে সাথে ফার্মেসির দোকানি তাকে একপাতা সেকলো ধরিয়ে দেন। বিস্তারিত জানার পর ফার্মেসির দোকানদার দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টা করেও কোন মানে খুঁজে বের করতে পারেননি। 

এক পর্যায়ে ফারজানা বেশ রেগে যান। রেগে গিয়ে তিনি বলেন, ‘ও লেখক লেখকের মত লিখবে, ডাক্তারের মত লিখতে ওকে বলছে কে! আর যাই লিখুক না লিখুন, আমার নামটা তো ঠিকমত লিখবে।’

এদিকে এমন খবর ভাইরাল হয়ে গেছে বাংলাদেশ চিকিৎসক সোসাইটি নামের একটু গ্রুপ ওই ওই লেখকে নামের আগে ডাক্তার লাগানোর জন্য চাপ দেন। 

লেখা- মোঃ ইমাম হোসেন 

৫০৪ পঠিত ... ১৮:৩২, ফেব্রুয়ারি ২২, ২০২২

Top