আসছে আজ রবিবারের সিক্যুয়েল, বড় চাচার চরিত্রে সাকিব

৩১৩ পঠিত ... ১৮:০২, জানুয়ারি ০৮, ২০২৪

411370230_345394531584606_315234867410950228_n

আজ রবিবারের বড় চাচা রসিকতা সবসময় পছন্দ করেন না। উনিশ-বিশ হলেই জ্ঞানের কথার সঙ্গে সঙ্গে বড় চাচা ধুপধাপ হাতও চালিয়ে দেন, যার মানে ঠকাশ করে চড়! বড় চাচার উত্তরসূরী হিসেবে এবার এই নির্বাচনে বিরাজ হয়েছেন আমাদের সকলের প্রিয় রাজনীতিবিদ সাকিব আল হাসান। যদিও সাকিব আল হাসানের চড়ের কারিশমা দেখে অনেকেই ভাবছেন, শুধু উত্তরসূরী নয়, সাকিব হয়ে উঠতে পারেন রীতিমতো বড় চাচার কম্পিটিশন!

তাই পরিচালকেরা ‘আজ রবিবার’ নাটকের সিক্যুয়েলে বড় চাচার চরিত্রে সাকিবকেই নেওয়ার কথা বিবেচনা করছেন। এই বিষয়ে বড় চাচার চড়ের টেস্ট পাওয়া মতি মিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘বড় চাচার চড়ের তো কোনো আন্দাজ নাই। ভিডিওতে দেখে মনে হলো সাকিব চাচারও এই ব্যাপারে তেমন আন্দাজ নাই। তারে বড় চাচার রোলে কাস্ট করা যাইতেই পারে। কিন্তু এবারও যদি আমাকেই চড় খাইতে হয় তাহলে আমি এই সিক্যুয়েল বর্জন করি।’

এদিকে আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটার, ব্যবসায়ী, মডেল, রাজনীতিবিদ হওয়ার পরে এবার হতে যাচ্ছেন অভিনেতাও। তবে এ বিষয়ে চড় সুপারস্টার সাকিব আল হাসানের বক্তব্য নিতে eআরকির কোনো প্রতিবেদকই তার কাছে যাওয়ার সাহস পাচ্ছিলেন না। শেষমেশ ফোন কলে তার প্রতিক্রিয়া জানতে চাইলে সাকিব বলেন, ‘আমাকে বড় চাচার চরিত্রে নির্বাচনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকবেন। আশা করি ভবিষ্যতে আরো সজোরে চড় দিয়ে আমিও আপনাদের পাশে থাকতে পারব।’

এদিকে সাকিবের এমন ‘Anger Issues’ এর প্রতিক্রিয়াকে অন্য কীভাবে কাজে লাগানো যেতে পারে সে বিষয়ে সাকিবের সাইক্রিয়াটিস্ট জানান, ‘আসছে কোরবানির ইদে সাকিব আল হাসানকে গরুর হাটে নিয়ে যেতে পারেন। কিংবা তরমুজ কিনতে গেলেও সঙ্গে নিয়ে যেতে পারেন চড় সুপারস্টার সাকিব আল হাসানকে।’

৩১৩ পঠিত ... ১৮:০২, জানুয়ারি ০৮, ২০২৪

Top