ট্রাম্পের জয়ের খুশিতে শাহবাগে গণকান্নার আয়োজন পরিকল্পনা; আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলোর

৬০ পঠিত ... ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে

18

আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের খুশিতে আওয়ামী নৌকার পালে নতুন হাওয়া বইতে শুরু করেছে। সবাই বলছেন ট্রাম্পের জয় তাদের ৫ আগস্টের দুঃখ ভুলিয়ে দিয়েছে, জীবনের ফিকে হয়ে আসা আনন্দ আজ থেকে আবার নতুন করে উজ্জীবিত হয়েছে।

ইতোমধ্যে ইমোশনাল হয়ে পড়া এক আওয়ামী নেতা বলেন, ট্রাম্প তো আমাদের 'আপনা লোক'! তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমাদের আনন্দের কোনো সীমা নাই। এতটাই আনন্দিত যে চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমরা যারা অত্যন্ত আনন্দিত, তারা শাহবাগের দিকে রওনা হচ্ছি। সবাইকে আহ্বান জানাচ্ছি; আনন্দের কান্নায় ভেসে যাবে অন্যায়, এ স্লোগান নিয়ে আপনারাও এগিয়ে আসুন।

আমাদের শাহবাগ প্রতিনিধির কাছে, অঝোরে কান্না করতে থাকা এক ব্যক্তি জানান, ট্রাম্প, আপা, মোদি সবাই একই সূত্রে বাঁধা। ট্রাম্প জিতে গেছে, এখন শুধু আপার দেশে ফেরার অপেক্ষা। গত কয়েক মাসে আপার সঙ্গে যতবারই কথা হয়েছে, উনি বারবারই বলেছেন, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলে তবেই আমি চট করে দেশে ঢুকে পড়ব।

আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা শেষ কবে হেসেছিলেন তা ভুলেই গেছেন। হঠাৎ এমন খুশির খবরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শাহবাগে কান্নায় যোগ দিতে জড়ো হচ্ছেন। শাহবাগে কান্নার ঢল দেখে এক আওয়ামী সমন্বয়ককে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা ইতোমধ্যেই কথা বলেছি। কান্নার পানি হাঁটু ছুঁই ছুঁই করলেই ওরা ওদের ট্যাংক পূর্ণ করে নিয়ে যাবে। ভবিষ্যতে কারও মায়া কান্নার জন্য প্রয়োজন হলে এই পানি ব্যবহার করতে পারবে। এতে আমাদের সামান্য সাইড বিজনেসও হয়ে যেতে পারে।

 

৬০ পঠিত ... ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে

Top