চাঁদ দেখা গেলেই এপ্রিল মাসের ২২ বা ২৩ তারিখে আমরা ইদ করছি। ইদের আগে আগে সবার স্বপ্ন বাড়ি যায় এটাই জেনে আসছি আজীবন। কিন্তু এবার হচ্ছে একদম ভিন্ন বাড়ি ফেরা। ইদের আগে স্বপ্ন যাচ্ছে ডিপার্টমেন্ট আর ক্লাবে।
এমন ভিন্ন ধারার উদ্যোগ নিয়ে চারুকলা কালচারাল ক্লাবের সভাপতির সাথে কথা বললে তিনি আমাদের জানালেন,’বাড়ির লোকের সাথে তো আজীবন ইদ করেই আসলাম। কিন্তু ভার্সিটিতে উঠার পর থেকে এই সহপাঠি, সিনিয়র, জুনিয়র এরাই তো আমাদের পরিবার। এদেরকে রেখে ইদ করতে কি ভালো লাগবে বলেন? তাই আমরা সবাই বাড়ি থেকে ভার্সিটিতে চলে আসছি। এবার আমরা আমাদের ক্লাবের ফ্যামিলির সাথেই ইদ করব।‘
এক সমীক্ষার মাধ্যমে জানা গেল, দেশের প্রায় ৩০টা ভার্সিটির ৩০০০ হাজার শিক্ষার্থী এবার বাড়ি থেকে ফিরছেন ভার্সিটির উদ্দেশ্যে। সবার মনে একটাই আশার আলো, একটাই ফুর্তি। পরিবারের সাথে ইদ করবেন তারা।
জানা যায় এবারের গানটাও একদম ভিন্ন ধাচে গাইবেন। ‘স্বপ্ন যাবে ক্যাম্পাস আমার।‘ এই গানের সাথে ভিডিও করেই ক্যাম্পাসে ফিরবেন সকল শিক্ষার্থী!