পরীক্ষার খাতায় 'বিস্তারিত প্রথম কমেন্টে' লেখার সুযোগের দাবি

২৪৩ পঠিত ... ১৬:৩৯, মে ১০, ২০২৩

পরীক্ষার-খাতায়

পরীক্ষা নিয়ে ছাত্রদের থাকে নানান দাবি। এবার সব দাবির উর্ধ্বে চেয়ে বসেছে যেন তারা। সংবাদ মাধ্যমগুলোর মতো তারাও উত্তরের বিস্তারিত লিখতে চায় কমেন্টে। খাতায় থাকবে শুধু হেডিংটাই। বাকি অংশের জন্য দেখতে হবে প্রথম কমেন্ট!

 

এই দাবি নিয়ে শাহবাগে ভিড় করা ছাত্রদের মধ্যে একজনের সাথে কথা বললে সে আমাদের বললো, ‘খাতার মধ্যে এই অল্প সময়ে এতকিছু গোছায়ে লিখতে তো ভালো লাগে না ভাই। আমরা ছাত্র মানুষ, আমাদের জীবন যতো সহজ করে দেয়া যায় এটাই ভালো। এভাবে কঠিন ব্যবস্থা দিলে তো পড়াশোনা থেকে মন উঠে যাবে। তাই আমাদের এই দাবি! খাতার উপরে প্রশ্নটা লিখে তার নিচে নীল কলম দিয়ে লিখে দিব, ‘বিস্তারিত প্রথম কমেন্টে।‘ তারপর পরের পৃষ্টায় একটা নিউজ লিংক থাকবে। ব্যস! জীবন সুন্দর।‘

এমন ভিড় থেকে কম বয়সী এক রিকশাচালক বলে উঠলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যদি এই ব্যবস্থা নেয় তাহলে আমাকেও জানাবেন। আমি ২০২৪ সালে এসএসসি পরীক্ষাটা দিয়ে ফেলব। এসএসসি তে ফেইল করছিলাম দেখে আব্বা রিকশা কিনে দিছিল। কিন্তু এখন যদি এই সুযোগ আসে তাহলে হাতছাড়া করব না।‘

এদিকে ভিড়ের শেষ মাথা থেকে কয়েকজন বলতে লাগলো, ‘পরীক্ষা হলে নেয়ারই দরকার কি! আমরা ফেসবুকে দিলেই তো পারি। একটা ফিল কাজ করবে তাহলে পরীক্ষার!’

২৪৩ পঠিত ... ১৬:৩৯, মে ১০, ২০২৩

Top