প্রশ্নপত্রে নাম আনতে ব্যান্ডদল গঠন করতে চান মাহফুজুর রহমান

১৫৪ পঠিত ... ১৭:১৮, জুলাই ০৪, ২০২৪

20

এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে রোববার, ৩০ জুন হতে। বরাবরের মতো এবারও প্রথমদিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথমপত্র পরীক্ষা। তবে সেখানেই অপেক্ষা করছিল চমক। বিস্ময়জনকভাবে দেখা যায়, ওই পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন সেট সাজানো হয়েছে দেশের বিভিন্ন ব্যান্ডদলের নামে। অ্যাশেজ, মাইলস, ওয়ারফেজ, মেঘদল, চিরকুট, লালন, আভাস—সবারই ছিল নিজস্ব একেকটি সেট। এমন ঘটনায় ভীষণ উচ্ছ্বসিত বাংলাদেশী ব্যান্ড মিউজিক লাভার শিক্ষার্থী এবং শিক্ষকেরা। মিউজিক লাভার শিক্ষার্থীরা জানান, প্রিপারেশনের তুলনায় তাদের পরীক্ষা চমৎকার হয়েছে। এ সবই ব্যান্ডের সুফল। শুধু তাই নয়, মিউজিক লাভার ইনভিজিলেটররাও সেদিন চমৎকার গার্ড দিয়েছেন।

এ ঘটনা কারও কারও কাছে খুব সামান্য হলেও কেউ কেউ দেখছেন ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন। কাল্পনিকসূত্রে জানা যায়, মাহফুজুর রহমান, হিরো আলম এবং 69 others ও সামনে ব্যান্ডদল গঠন করার কথা ভাবছেন৷ এ ব্যাপারে মাহফুজুর রহমান বলেন, রাত জেগে ব্যান্ড দলের নাম ঠিক করার কাজ করছি। খুব কঠিন কাজ নয়, কারণ সেখানে ভোকাল, গিটারিস্ট, ড্রামার, ফ্লুট সব আমিই বাজাব।

এদিকে নিজেদের নাম সেটে খুঁজে না পেয়ে ভীষণ চটেছেন কোক স্টুডিও বাংলা, পপেয়ে, ব্ল্যাক, শূণ্যসহ আরও অনেকগুলো ব্যান্ড। কোক স্টুডিও বাংলার কর্ণধার অর্ণব আলী বলেন, ধুর শালা, আর গানই গামু না! এই বলে তিনি কোক স্টুডিও বাংলার শাটার নামিয়ে চলে যান।

১৫৪ পঠিত ... ১৭:১৮, জুলাই ০৪, ২০২৪

Top