নেইমারের কান্না দেখে আমারও কান্না পেয়ে গেছে: মেহজাবিন

১০৯৭ পঠিত ... ১৪:৫১, আগস্ট ২৪, ২০২০

গত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে যায় পিএসজি। চ্যাম্পিয়ন্স লীগ ট্রফির এত কাছে এসেও ছুঁতে না পারার হতাশায় চোখে মুখে জল ছেড়ে দিয়ে কেঁদে ওঠেন নেইমার। বরাবরের মতোই খেলা বা মাঠের পারফর্মেন্স নিয়ে আলোচনায় নেই নেইমার। এবার আলোচনায় আছেন এই কান্না নিয়ে। ইন্টারনেট সয়লাব নেইমারের নানান ভঙ্গিমায় কান্নার ছবিতে!

অতঃপর এই কান্না যেন ছাপিয়ে গেছে কান্নার দেশি লিজেন্ড মেহজাবিনের কান্নাকেও। নেইমারের কান্না দেখে হু হু করে কাঁদতে কাঁদতে বাংলা নাটকের এই ক্রুন্দনশিল্পী বলেন 'একটা আন্তর্জাতিক লিজেন্ড। কাঁদছেন খালি হাতে। অপূর্ব বা নিশোদের মতো কেউ একজন একটা হাতও এগিয়ে দিলো না।'

নেক্সট নাটকে নেইমারের স্টাইলেই কাঁদতে চাই, এমনটা জানিয়ে তিনি বলেন, 'উনি কি কান্নার অভিনয়ের কোনো কোর্স করান? এত নিখুঁত আমারটাও হয় না' এই বলে তিনি আবার কাঁদতে শুরু করেন।

কাঁদছেন মানে কি আপনি পিএসজির সাপোর্টার? এমন প্রশ্ন করতেই মেহজাবিন বলেন, 'না না, আমি ওদের কারোই সাপোর্টার না। তবে যে-ই হারতো, আমি কাঁদতাম। বায়ার্ন মিউনিখ হারলে তখন কাঁদতাম থমাস মুলারের জন্য।'

এ পর্যায়ে তিনি জেমসের 'কান্নায় লাভ নেই' গানটি গাইতে গাইতে নেইমারের উদ্দেশে বলেন, 'আমি কাঁদছি, মেসি ভাই কাঁদছে, কেউই তো আরাধ্য জিনিস ছুঁইতে পারি নাই। অপূর্ব-নিশোও পায়নি পরম আরাধ্য চাকরি। নেইমার ভাই, আপনিও পারবেন না। চলেন, এই দুঃখে আমরা সবাই একসাথে কান্দি।'

১০৯৭ পঠিত ... ১৪:৫১, আগস্ট ২৪, ২০২০

Top