বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে কোন ক্লাব কেমন আছে?

৫৩৬ পঠিত ... ১৩:৪১, জুন ৩০, ২০১৮

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অর্থাৎ ফুটবল বিশ্বকাপের একুশতম আসর বসেছে রাশিয়ায়। ১৪ জুন শুরু হওয়াব ৩২ দলের এই আসরের গ্রুপ পর্ব শেষ হল মাত্রই। অর্ধেক দলকে বাড়ি ফিরে যেতে হয়েছে। যে তালিকায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং শিরোপা প্রত্যাশী জার্মানি। জার্মানি ভালো না করলেও বিশ্বকাপে কেমন করেছে সে দেশের সবচাইতে শক্তিশালী ক্লাব বায়ার্ন মিউনিখ? ইউরোপের অন্যান্য শীর্ষ লীগের দলগুলোই বা কেমন করেছে? রিয়াল-বার্সা, ম্যান ইউ-চেলসি-লিভারপুল এরাই বা কেমন করেছে এবারের বিশ্বকাপে? বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালির ক্লাবগুলোরই বা কেমন দশা চলছে? 

 

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ইউরোপের বেশ অনেকগুলো বড় ক্লাবের প্লেয়ারদের পারফরমেন্স ছিল অসাধারণ। একবিংশ শতাব্দির সেরা ক্লাব হিসেবে দুর্দান্ত ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। রোনালদোর চারটি গোল সাথে নিয়ে গ্রুপ পর্বে ৯টি গোল করেছে রিয়েল মাদ্রিদের খেলয়াড়রা। এখন পর্যন্ত এটাই কোনও ক্লাবের সর্বোচ্চ স্কোর। তবে পিছিয়ে নেই রিয়াল মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। বার্সার গোলমেশিন মেসি আর্জেন্টিনার হয়ে এবার মাত্র এক গোল করলেও সুয়ারেজ, কৌটিনহোর পায়ে ভর করে বার্সা করেছে ৮ গোল।

ইংলিশ ক্লাবগুলোও খুব একটা পিছিয়ে নেই। গত মৌসুমে তৃতীয় হয়ে লীগ শেষ করা টটেনহাম হটস্পার হ্যারি কেনের ৫ গোল সহ মোট ৮ গোল নিয়ে বার্সার দ্বিতীয় স্থানে ভাগ বসিয়েছে। লুকাকুর ৪ গোল এবং আরো ৩টি গোল নিয়ে মোট ৭ গোল করে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে তৃতীয় স্থানে। অন্যদিকে ডিয়াগো কস্তার অ্যাথলেটিকো মাদ্রিদ ৫ গোল করে আছে চতুর্থ স্থানে যার ৩ গোলই এসেছে কস্তার পা ছুঁয়ে।

নেইমারের পিএসজি ৪ গোল নিয়ে আছে পঞ্চম স্থানে। চেলসি, ম্যানচেস্টার সিটির মতো বড় দুই ক্লাব গোল করেছে মাত্র ৩টি করে গোল। ওদিকে লিভারপুল, ডর্টমুন্ড, ভিয়ারিয়েলের মতো ক্লাব থেকেও এসেছে ৩টি করে গোল। ইউসিএল-এ চমৎকার খেললেও অসাধারণ কিছু দেখাতে পারেনি অল রেডরা।

সবচেয়ে বিস্ময়কর পারফরমেন্স উপহার দিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ইউসিএল-এ মাদ্রিদ-বার্সার অপ্রিয় এই প্রতিদ্বন্দ্বীর, গত বিশ্বকাপে ১৮ গোল করে যারা সর্বোচ্চ অবস্থানে ছিল,  গোলসংখ্যা এবার শূন্য। লেওয়ানডস্কি ,হামেস রদ্রিগেজ, থমাস মুলারের মতো তারকা ফরোয়ার্ড থাকার পরও একটি গোলও আসেনি তাদের ঝুড়িতে।

আর বিশ্বকাপে না থাকায় ইউরোপের অন্য শীর্ষ লিগ ‘সিরি এ’ ক্লাবগুলোর বেহাল দশা বিরাজমান। ‘সিরি আ’তে খেলা ভিনদেশী খেলোয়াড়েরাও খুব একটা সুবিধা করতে পারেনি এবারের বিশ্বকাপে। উল্লেখযোগ্য কোন পারফরম্যান্স খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রিমিয়ার লিগের নির্ধারিত চতুর্থ স্থান লিভারপুলের কাছে হারানো আর্সেনালের বিশ্বকাপ সফরও খুব একটা সুবিধার যাচ্ছে না। বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্লাবটি গোল পেয়েছে সাকল্যে ১টি। 

ইউসিএল-এর হ্যাট্রিক শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ বিশ্বকাপের গ্রুপ পর্বে সফল থেকে নিজেদের নামের প্রতি সুবিচার করেছে। তবে নক আউট পর্বের বাকি ১৬টি ম্যাচ না দেখে সিদ্ধান্তে আসা যাচ্ছে না কোথাকার বল, কোথায় গড়ায়!

 

৫৩৬ পঠিত ... ১৩:৪১, জুন ৩০, ২০১৮

Top