সাইয়েদ আবদুল্লাহর সাথে ডিবি হারুনের লাইভের দাবিতে রাজুতে জড়ো হচ্ছেন ভক্তরা

১৬১ পঠিত ... ১৬:২৭, নভেম্বর ১৬, ২০২৪

6

লাইভে নিঝুম মজুমদারকে হারপিক দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলে ফেলেছেন সাইয়েদ আবদুল্লাহ। একটি ফেক সূত্রে জানা যায়, এটিমের সদস্যরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন নিজেদের ইজ্জত রক্ষার্থে তারা আর সাইয়েদ আবদুল্লাহর সাথে কোন লাইভে অংশ নেবেন না। এদিকে নতুন করে বিনোদন পেতে সাইয়েদ আবদুল্লাহর সাথে ডিবি হারুনের লাইভের দাবি জানাচ্ছেন তার ভক্তরা। এমনকি এই দাবিতে রাজুতে জড়ো হতে শুরুও করেছে এদের একটি দল। রাজুর জটলা থেকে ভক্তরা আশাবাদ ব্যক্ত করেছেন ডিবি হারুনের সাথে। লাইভটিও বেশ বিনোদনময় হবে, মেটাফোর হিসেবে টুনটুনি পাখি রাখার দাবিও জানিয়েছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে সাইয়েদ আব্দুল্লাহর কোন মতামত না পাওয়া গেলেও ফেক আইডিতে লাইভে না আসার ঘোষণা দিয়েছেন ডিবি হারুন।

রাজুতে অবস্থানরত এক ভক্ত রাজুদার তিনটে পরোটার সাথে আনলিমিটেড সবজি খেতে খেতে আমাদের বলেন, নিঝুম মজুমদারের লাইভ দেখার পর থেকেই উত্তেজনা অনুভব করছি। আরও অনেক রাঘববোয়ালকে আব্দুল্লাহ ভাইয়ের সাথে লাইভে দেখতে চাই, তবে আপাতত হারুনের সাথে উনাকে লাইভে দেখতে পেলে জীবনটা সার্থক হত। একটু ভয় ভয়ও লাগছে, আব্দুল্লাহ ভাই আবার টুনটুনি পাখি না দেখিয়ে অন্য কী দেখিয়ে ফেলে।

ডিবি হারুনের এক অন্ধভক্ত ভাতের প্লেট হাতে বেশ ক্ষিপ্ত অবস্থায় আমাদের বলেন, এই ফাইজলামিটা ভালো লাগলো না ভাই। মানুষের প্রাইভেসি বলতে কিছুই কী রাখবেন না আপনারা? হারপিক দেখানোর পক্ষে ছিলাম, কিন্তু এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই।

১৬১ পঠিত ... ১৬:২৭, নভেম্বর ১৬, ২০২৪

Top