আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে বোরিং বলে মন্তব্য করেছেন আওয়ামী নেতারা। তাদের মতে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের নির্বাচনে রাতে ভোট হয় না, সেখানে সচেতন কবরবাসীরাও ভোট দেয় না। এত ম্যাড়ম্যাড়ে একটা নির্বাচনে মানুষজন কেন ভোট দেয়, সেটাই বুঝছেন না তারা।
পলাতক আওয়ামী নেতাদের এক অংশ আমেরিকার নির্বাচনে রাতের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে ফেসবুকে লিখেছেন, আমেরিকার নির্বাচন একটা ফালতু নির্বাচন। একজন প্রেসিডেন্ট নির্বাচন করতে এত ধাপে ধাপে এতদিন ধরে ভোট নিতে হবে কেন? আমরা গেলে তো তাহাজ্জুদের আগেই ভোট শেষ হয়ে যেত।
অন্যদিকে সজীব ওয়াজেদ জয় একা হাতে এত বড় নির্বাচনে রাতের ভোটের সমন্বয় করতে হিমশিম খেয়ে মদ্যপ অবস্থায় তার ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানিয়েছেন, তোরা সব জার জার ওবস্থা থেকে আমেরিকা আয়। তোরা নাই বলে এতদিন সময় লাগছে।
আমাদের আমেরিকান সংবাদদাতা প্রেসিডেন্ট প্রার্থীদের ঘনিষ্ঠ মহলের সঙ্গে কথা বললে তারা জানান, আমেরিকার নির্বাচনে সচেতন কবরবাসীদের অভাব অনুভব করছেন তারা। হ্যালোইনের সময় পরলোক থেকে কিছু সচেতন ভোটার ফিরে এসেছেন, যারা কোনোভাবেই ভোট না দিয়ে পরলোকে ফিরতে চান না। যদিও বর্তমানে কবরবাসীর ভোট নেওয়ার ব্যবস্থা নেই, তবে শিগগিরই এটি বিবেচনা করে দেখা হবে।
এক আমেরিকান ভোটার ক্ষোভ প্রকাশ করে বলেন, কী দেশে আছি, দিনের পর দিন ভোট চলে কিন্তু কে নির্বাচিত হচ্ছে বোঝা যায় না। অথচ বাংলাদেশের দিকে তাকান, গত ১৫ বছর ধরে সবাই জানে কে প্রধানমন্ত্রী হবে। আমাদের প্রার্থীরা এত যোগ্য নয়, বাংলাদেশ থেকে আপা এলে প্রথমবারের মতো আমরা যোগ্য প্রার্থী পেতাম।