এই মুহূর্তে দেশের বাইরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশী ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাকিব আল হাসান। তাকে দেশে ফিরে আসার অনুরোধ করেছে সমর্থকরা। গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকারও গঠন হয়ে গিয়েছে। তবু, এখনও দেশে ফিরে আসেননি তিনি। এই নিয়ে সমর্থকদের মধ্যে রয়েছে নানান কানাঘুষা।
তবে, একটি ভুয়া সূত্র থেকে eআরকি জেনেছে, পাঞ্জাবি, কটি ও পায়জামা বানাতে দিয়েছেন তিনি। বানানো হয়ে গেলেই দেশে ফিরবেন।
কেন পাঞ্জাবি, কটি ও পায়জামা বানাতে দিয়েছেন? জানতে চাইলে সাকিব নিজের ফেক আইডি থেকে বলেন, শুনেছি ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। ওনার ফ্যাশন সেন্স অনেক আগে থেকেই আমার ভালো লাগত। কিন্তু গায়ে এতদিন মুজিব কোট থাকায় পরতে পারতাম না। এখন পরা যাবে।
সব জামা বানানো হয়ে গেলে দ্রুতই দেশে ফিরে আসবেন বলে জানান সাকিব আল হাসান।
চলে আসার সময় আমাদের প্রতিনিধির কাছে তিনি জানতে চান, অন্তর্বতীকালীন সরকার ভোটের জন্য নমিনেশন ছাড়বে কবে? ভাবতেছি এবার ওনাদের দল থেকেই দাঁড়াব।
জানা গিয়েছে, সাকিব আল হাসানের পাশাপাশি ইউনূস কটি, পাঞ্জাবি ও পায়জামা অর্ডার দিয়েছেন মাশরাফি বিন মর্তুজাও।