হলিউডের কালজয়ী সিরিজ Sons of Anarchy-র নতুন সিজনের ঘোষণা দিয়েছে নির্মাতারা। আর এবার তাদের গল্পের কেন্দ্রবিন্দু হবে ঢাকা। ঢাকার চলমান অরাজক পরিস্থিতি, কলেজগুলোর সংঘর্ষ, রাস্তায় গ্যাঞ্জাম, আর অটোরিকশা-সিএনজির লড়াই—সবকিছুই নাকি নতুন সিজনের চিত্রনাট্যের অংশ হতে যাচ্ছে।
নতুন সিজনে দেখা যাবে ঢাকায় আফসোস লীগ গ্যাং এবং কলেজপাড়ার ‘শর্ট ফিউজ লিডার’দের নিয়ে গড়ে উঠেছে এক বিশৃঙ্খলার সাম্রাজ্য। গুজব শোনা যাচ্ছে, সিরিজে DRMMC গ্যাং, 7 college শ্যাডোজ এবং অটোরিকশা নিনজাস—এই তিন শক্তিশালী গ্রুপকে কেন্দ্র করে এগোবে গল্প। তাদের মধ্যে আধিপত্যের লড়াই চলবে গুলিস্তানের চায়ের দোকান থেকে শুরু করে হাতিরঝিলের অটোরিকশা রেস পর্যন্ত।
এক পর্যায়ে গ্যাং লিডারদের সংঘর্ষের ক্লাইম্যাক্সে বলতে শোনা যাবে,
আমাগোরে ঢাকার রাস্তায় কেউ আটকাইতে পারব না। ব্রেক মাইরা বাইকাররা থামে, আমরা না!
শুটিঙের জন্য নির্মাতারা ঢাকার প্রথম আলো অফিস এবং আশপাশের এলাকাকেও ব্যবহার করতে চান। এই স্থানকে কেন্দ্র করেই গল্পের অন্যতম বড় সংঘর্ষের দৃশ্য তৈরি হবে। একটি দৃশ্যে, গরু গ্যাং নামে আরও একটি গ্যাঙের লিডাররা প্রথম আলোর কার্যালয়ে ঢুকে বিফ স্টেক ছোঁড়াছুঁড়ি করবে।
এমনকি শোনা যাচ্ছে, নতুন সিজনে ঢাকার বাইরের গ্যাংদের আগমনও থাকবে। স্ক্যান্ডিনেভিয়া থেকে—ভাইকিং রাইডারস, চীন থেকে—পান্ডা ক্ল্যান আর পশ্চিমা গ্যাং—ট্রুডার ট্রাইবসরা বাংলাদেশি গ্যাংদের সাথে টক্কর দিতে হাজির হবে।
‘ঢাকার গ্যাঞ্জামরে আমরা গ্লোবাল স্কেলে নিয়া যাইতে চাই’ কাল্পনিক এক সাক্ষাৎকারে আমাদের এমনটাই জানিয়েছেন সিরিজটির চিত্রনাট্যকার।
এ সিজনের আরও একটি গুরুত্বপূর্ণ থিম হবে ‘সিএনজি বনাম অটোরিকশার’ লড়াই। ঢাকার রাস্তায় দু-পক্ষই নিজেদের দখল প্রতিষ্ঠা করতে চাইবে। এই দ্বন্দ্বে মিরপুর থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে হাতিরঝিল সবজায়গার রাস্তাতেই উত্তেজনা ছড়াবে।