Timed Out ইস্যুতে সাকিব দোষী নাকি নির্দোষ

১৫৯ পঠিত ... ১৭:৩৮, নভেম্বর ০৭, ২০২৩

10 (1)

লেখা: বোকা দাস

ধরুন আপনার বাবার ছোট্ট একখণ্ড জমি, যেটা ব্যবহার হচ্ছে না। আপনার চাচা বলল, জায়গাটা যেহেতু খালি পড়ে আছে সেখানে আপাতত একটা মুরগীর ঘর করতে চায়। তার বাচ্চাবাচ্চা মুরগী…’

আপনার বাবা ভাবল, ঠিক আছে। জায়গাটাতো খালিই পড়ে আছে। করুক মুরগীর ঘর।

তো এভাবে চললো দীর্ঘ ৪০ বছর। আপনার বাবা মৃত্যুবরণ করলেন, আপনার চাচাও বেঁচে নেই। আপনার ঘর করতে ওই জায়গাটার প্রয়োজন। আপনি আপনার চাচাতো ভাইদের কাছে গিয়ে বললেন, জমিটা থেকে মুরগীর ঘর তুলে ফেলতে!

তারা জানাইলো, ‘এ কী করে হয়! আমরা ছোট থেকে দেখে আসতেছি এই জায়গায় আমাদের মুরগীর ঘর। এখান থেকে মুরগীর ঘর কীভাবে তুলব, ছোট ছোট মুরগী…’

আপনি এখন যদি ঘাউড়ামি করে বলেন, ‘জায়গা আমার, অবশ্যই ছেড়ে দিতে হবে’। তাহলে মানুষ বলবে, ছেলেটা হইছে বাপের উল্টা। বাপ তো জায়গা দিয়ে দিছে। কিন্তু ছেলে এসে বেয়াদবি করে’।

আর যদি আপনি মহান হয়ে বলে, ‘ঠিক আছে আব্বা যেহেতু মুরগীর ঘরের জন্য দিছে মুরগীর ঘর থাক, ছোট ছোট মুরগী…'

তখন সবাই বলবে, ছেলেটা খুব ভালো। নিজের জায়গাটা মুরগীর ঘরের জন্য দিয়ে দিছে। কিচ্ছু বলে নাই।

এখন সিদ্ধান্ত নেন টাইমড আউট করা উচিত হইছে কী হয় নাই, সাকিব কি দোষী না নির্দোষ!

১৫৯ পঠিত ... ১৭:৩৮, নভেম্বর ০৭, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top