শামীম ওসমানকে নিজামউদ্দিনের দরগার তবারক আনার অনুরোধ করল দেশে থাকা আওয়ামী লীগ নেতারা

১৭৪ পঠিত ... ১৬:৫৯, সেপ্টেম্বর ০৭, ২০২৪

11

গত গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়েছেন। কিন্তু আলোচিত শামীম ওসমান কোথায় গিয়েছেন সেটা এতদিন জানা যায়। সম্প্রতি এক দিল্লিতে অবস্থান করা ফেসবুকার, নিজাম উদ্দিন আউলিয়ার দরগায় শামীম ওসমানকে দেখা যাওয়ার দাবি করে একটা ছবি আপলোড করেন। ঘটনার সত্যতা জানা না গেলেও, দেশে অবস্থিত আওয়ামী লীগ নেতারা দিল্লিতে শামীম ওসমানের কাছে একটা মেসেজ পাঠাতে চেয়েছেন। শামীম ওসমান যেন দেশে আসার সময় বাকিদের জন্য নিজাম উদ্দিনের তবারক নিয়ে আসে এমন অনুরোধ করেছেন তারা। একটি ভুয়া তথ্যসূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি।

বিষয়টা সাধারণ হলে কথা ছিল না, কিন্তু ফেসবুক এমন জায়গা যেখানে সাধারণ জিনিসও অসাধারণ রূপ নেয়। প্রথমে কিছু ভক্ত লিখল, দেখে মনে হচ্ছে, শামীম ভাই নতুন করে আধ্যাত্মিক পথে চলতে শুরু করেছেন। অন্যদিকে, কিছু বিরোধী বলছে, নিজামউদ্দিন আউলিয়া, বাঁচাও আমাদের! শামীম ভাই এবার তবারক নিয়েও আমাদের উপর শাসন করবে না তো?

আওয়ামী লীগ নেতারা শুনেই তড়িঘড়ি মেসেজ পাঠালেন, শামীম ভাই, দেশে তো আপনি আসতে পারছেন না। অন্তত তবারকটা পাঠিয়ে দেন। শুনেছি, দারগাহর তবারক খেলে ভোট বাড়ে!

আরেকটি ভুয়া সূত্র থেকে জানা গেছে, নিজাম উদ্দিন আউলিয়ার দরগার পাশে শামীম ওসমান আরও একটি দরগা খুলবেন। ওই দরগার নাম হবে, শামীম ওসমান আউলিয়ার দরগা। দেশে থাকা আওয়ামী নেতাদেরকে ধৈর্য ধরার আহবান জানিয়ে শামীম বলেন, আমার নিজের দরগা থেইকাই তোদের জন্য তবারক নিয়ে আসব। আবারও খেলা হবে।  

 

১৭৪ পঠিত ... ১৬:৫৯, সেপ্টেম্বর ০৭, ২০২৪

Top