যেসব বৈশিষ্ট্য থাকলে আপনার বন্যার্তদের সাহায্য করতে না যাওয়াই ভালো

২১৫ পঠিত ... ১৭:৫৩, আগস্ট ২৫, ২০২৪

25

দেশে বন্যা আসবে, বন্যা যাবে। আমরা ঝাঁপিয়ে পড়ব, সবাই মিলে বিপদ জয় করব। তবে একটা কথা মনে রাখবেন, সবাই মিলে বন্যার পানিতে ঝাঁপিয়ে পড়া যাবে না। তাহলে হিতে-বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। জেনে নিন, এমন কিছু বৈশিষ্ট্য যেগুলো আপনার মধ্যে থাকলে আপনার কোনোভাবেই বন্যার্তদের সাহায্য করার জন্য অন্তত পানিতে যাওয়া উচিত না। আপনি বন্যার্তদের সাহায্যার্থে অন্যভাবেও ঝাঁপিয়ে পড়তে পারবেন।  

১#
আপনি সাঁতার জানেন না, জানলেও খুব একটা সুবিধার না। ২ হাত সাঁতরালেই আপনার দম ফুরিয়ে যায়। 

২#

কঠোর শারীরিক পরিশ্রমে আপনি অভ্যস্ত নন। একটু আইলসা কিসিমের। গুরুত্বপূর্ণ কাজের সময়ও অলসতা আপনাকে ছেড়ে যায় না। 

৩#

বিনা ঘুম এবং খাওয়া দাওয়ায় ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার শারীরিক ও মানসিক শক্তি আপনার নাই। মেনে নিন।

৪#

শারীরিকভাবে অসুস্থ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম। কোথাও মেঘ জমতে দেখলেই আপনার জ্বর, সর্দি, ঠান্ডা একসাথে লেগে যায়। 

৫#

সিচুয়েশন এনালাইসিস এবং কমান্ড মানার মানসিকতা আপনার খুব একটা নাই। আপনি যাই করেন নিজের মন মতো করতে পছন্দ করেন।   

৬#

আপনাদের দলে বেশ কয়েকজনের একটু পর পর সেলফি তোলার ভূত ভর করে। উদ্ধার কাজের চেয়ে সেলফিতে আপনার মনোযোগ বেশি। 

৭#

আপনারা দলে সদস্য আছেন ২০ জন, টাকা জোগাড় করেছেন ১৫ হাজার, বোট নিয়েছেন একটা, আপনারা না গেলেও চলবে। অন্য কোনো দলকে টাকাটা দিয়ে দেন।

৮#

ত্রাণ বিতরনের পাশাপাশি একটা ট্যুর দেওয়ার খায়েস আপনার অন্তর জুড়ে।  

২১৫ পঠিত ... ১৭:৫৩, আগস্ট ২৫, ২০২৪

Top