ঢাকাবাসীর সিভিতে বৃষ্টির দিনে অফিস যাওয়ার অভিজ্ঞতা থাকলেই মিলবে নাসায় চাকরি

৬৬ পঠিত ... ১৮:১২, সেপ্টেম্বর ১৫, ২০২৪

26

সিভিতে বৃষ্টির দিনে অফিসে যাওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ থাকলেই ঢাকাবাসীদের চাকরি দেওয়ার কথা জানিয়েছে নাসা। ঢাকায় স্বাভাবিক দিনেই অফিস যাওয়া চাঁদে যাওয়ার চেয়ে বেশি কঠিন! সে জায়গায় বৃষ্টির দিনে অফিসে যাওয়ার যুদ্ধকে মঙ্গল গ্রহে যাওয়ার সাথে তুলনা করেছেন নাসার এক বিশেষ-অজ্ঞ।

স্পেসশিপ থেকে এক জুম কলে এই বিশেষ-অজ্ঞ আমাদের বলেন, ঢাকাবাসীর প্রতি আমার সবসময় huge-respect থাকবে। আমার জীবনের বেশ খানিকটা সময় আমি ঢাকায় সাইদী মুন রিসার্চ সেন্টারে কর্মরত ছিলাম, তখন দেখতাম আমি অফিসে যাওয়ার আগেই আমার নাসায় থাকা বন্ধুরা চাঁদে চলে যেত। এমনকি বৃষ্টির সময়েও অফিস করার অভিজ্ঞতা রয়েছে আমার। ঢাকায় থাকার ফলে ঢাকার মানুষজনের প্রতি আমার একধরনের ভালোবাসা তৈরি হয়েছে, সেই ভালোবাসার প্রতিদান হিসেবে ঢাকাবাসীদের নাসায় নিয়োগ দিতে চাই। শুধু ঢাকায় থাকা বাংলাদেশি না, আমেরিকায় থাকা বাংলাদেশিরাও যারা একসময় ঢাকায় ছিলেন তবে এখন নাসার খুব কাছে থাকেন, চাইলেই চট করে আমাদের এখানে অ্যাপ্লাই করে ঢুকে যেতে পারেন।

তবে কোনো প্রকার স্পেস ইঞ্জিনিয়ারিঙের জ্ঞান ছাড়া কীভাবে নাসায় চাকরি সম্ভব জানতে চাইলে ভাইটি আমাদের বলেন, ঢাকার মানুষ এমনিতেই সারাক্ষণ সার্ভাইভাল মুডে থাকে। লোকাল বাসে নিয়মিত চড়া মানুষ স্পেসশিপেও টিকে যেতে পারবে বলে আমার বিশ্বাস। তবে ঢাকার মিরপুর এবং বসুন্ধরা এলাকার লোকদের জন্য বিশেষ অগ্রাধিকার থাকবে আমার পক্ষ থেকে।

৬৬ পঠিত ... ১৮:১২, সেপ্টেম্বর ১৫, ২০২৪

Top