২০১৭ সালে চেস্টার বেনিংটনের অকালমৃত্যুর পর লিংকিন পার্কের ভক্তরা যেন হারিয়ে ফেলেছিল তাদের প্রিয় ব্যান্ডের সাথে সেই গভীর সম্পর্ক। চেস্টার ছিলেন ব্যান্ডের কণ্ঠ, তাদের সুরের আত্মা। কিন্তু ব্যান্ডটি থেমে থাকেনি, বরং ৭ বছর পর তারা নতুন ভাবে ফিরে আসে তাদের লিড ভোকাল এমিলি আর্মস্ট্রংকে সাথে নিয়ে। যে একজন নারী। নতুন এই সংযোজন সংগীত প্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। কেউ কেউ নতুন দিগন্তের আশায় উদ্দীপিত, আবার কেউ কেউ হতাশার ছায়ায় ঢেকে যায়।
এরই মধ্যে একজন ভক্ত, আসিফ মাহতাব উৎস, যখন শুনলেন লিংকিন পার্ক তাদের ভোকালিস্ট হিসেবে এমিলি আর্মস্ট্রংকে নিয়েছে, তার প্রতিক্রিয়া যেন একটি ছোটোখাটো ভূমিকম্পের মতো হলো। প্রথমেই তিনি তার কপালে টেনশনের গভীর রেখা অনুভব করলেন। আর এক দীর্ঘশ্বাস ফেলে নিজের ফেক আইডি থেকে বলেন, আল্লাহ! এ কী হলো? এত বছর ধরে যেই ব্যান্ডের গান শুনে আমি অন্তর্জ্বালার শান্তি পেয়েছি, সেই ব্যান্ড এখন এমন এক সিদ্ধান্ত নিলো!
গান-বাজনার নামে এমন ফ্রি মিক্সিঙের তীব্র প্রতিবাদ জানিয়েছেন উৎস। তিনি বলেন, আগে কী সুন্দর দেখা যেত, প্রিয় পার্কে কতগুলো ছেলে গান গাচ্ছে। আহা! আর এখন দেখেন, এতগুলা ছেলের মাঝে আস্ত একটা মেয়ে! এটা কীভাবে সম্ভব? এটা তো ব্যান্ডরে ভাই, সবজির তরকারি তো না যে যা ইচ্ছা তা মিক্স করে দেবেন!
ফ্রি মিক্সিঙের পাশাপাশি নতুন ভোকালের পর্দা নিয়েও প্রশ্ন তোলেন এই শিক্ষক। ফেক আইডি থেকে বলেন, প্রিয় ব্যান্ডে একজন বেধর্মি, বেপর্দা, নাস্তেক মেয়ে মানুষকে মেনে নেওয়া যায় না। আজ থেকে আর লিংকিন পার্কের গান শুনতে পারব না। দুঃখিত।