বিএসএফের বর্ডার কিলিংকে পজিটিভভাবে দেখানোর জন্য বলিউডের সিনেমার প্লটগুলো যেমন হতে পারে

৩২৯ পঠিত ... ১৮:২৭, সেপ্টেম্বর ০৯, ২০২৪

20

নিজেদের দেশকে পজিটিভভাবে দেখানোতে বলিউডের জুড়ি মেলা ভার। আর যখন তাদের নিজেদের দেশের আর্মি কিংবা সীমান্তরক্ষী বাহিনী সংক্রান্ত কোনো কাজ করতে হয়, তখন তারা পজিটিভিটির সাগরে হাবুডুবু খেতে থাকে। আর্মি কিংবা সীমান্তরক্ষীদের নিয়ে তাদের বেশিরভাগ সিনেমাই পাকিস্তান কেন্দ্রীক। বাংলাদেশ কিংবা এই বর্ডারে নিরপরাধ বাংলাদেশি হত্যা নিয়ে এখনও পর্যন্ত তারা তেমনভাবে কোনো কাজ করে উঠতে পারেনি। নাই পারতে পারে, বিষয়টা তাদের জন্য বোরিং হয়ত। এই বোরিং বিষয় নিয়েই সুপারহিট কিছু মুভি বানানোর জন্য সম্ভাব্য কিছু প্লট আমরা ভেবেছি আজ, দেখে নিন।

১#

বর্ডারের দায়িত্বে থাকা এক বিএসএফ সদস্যদের হাতে প্রচুর চুলকানি। ট্রিগ্রারে হাত থাকা অবস্থায় হাতের চুলকানি বেড়ে যাওয়ায়, একদিন ভুলবশত এক বাংলাদেশিকে মেরে ফেলে। পরে এই ভুলের জন্য বিএসএফ সদস্যকে আত্মগ্লানিতে ভুগতে দেখা যায় এবং সে পোস্ট ট্রমাটিক ডিজঅর্ডারে আক্রান্ত হয়ে প্লেনের জানালা দিয়ে বের হয়ে পালিয়ে যায়।

২#

বাংলাদেশিরা প্রতিদিন বর্ডারে এসে বিএসএফ সদস্যদের নির্মম অত্যাচার করে যায়। এভাবে দিনের পর দিন অত্যাচার সহ্য করতে করতে একদিন বিএসএফের জওয়ানরা নিজেদের আর আটকে রাখতে না পেরে, বাংলাদেশিদের উপর গুলি করে বসে। পরে সেই বাংলাদেশির লাশ নিজের দেশে নিয়ে গিয়ে কান্নাকাটি করে (ব্যাকগ্রাউন্ডে তামিল সিনেমার ভাইরাল ইমোশোনাল দুঃখের মিউজিক থাকবে)। 

৩#

এসব বর্ডার কিলিং কোনোটাই আসলে বিএসএফ করে না, সব করে বিজিবি এবং দোষ বিএসএফের উপরে চাপিয়ে দেয় তারা। প্রতিবার বিজিবির মারা মানুষগুলোকে নিজেদের দেশে নিয়ে গিয়ে সহনশীলতার প্রমাণ দেয় তারা।

৪#

বর্ডারে প্রচুর মশার উৎপাত থাকায় এক বিএসএফ সদস্য ভুলবশত ট্রিগারে চাপ দিয়ে বসেন এবং মারা যায় এক বাংলাদেশি। বিষয়টি নিয়ে মানসিক চাপের শিকার হয়ে তিনি গণ-মশা নিধনে নেমে যান এবং ভারতের সকল মশা মেরে ফেলেন।



৩২৯ পঠিত ... ১৮:২৭, সেপ্টেম্বর ০৯, ২০২৪

Top