গণ-অভ্যুত্থানের পর দেশে রাজনীতির হাওয়া বইছে। শেখ হাসিনা এবং তার দলবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় বড় নেতারা দেশ ছেড়েছেন, ছাত্রলীগকে হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না দেখে কেউ আর খোঁজার প্রয়োজন বোধও করছে না।
তবে যেহেতু ছাত্রলীগ এক ফিনিক্স পাখি তারা ফিরে আসবেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ফেইক আইডি দিয়ে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ কর্মিদের নতুন নতুন আশার আলো দেখাচ্ছেন।
ছাত্রলীগের পারফরম্যান্স ভালো যাচ্ছে না— এই মুহূর্তে আওয়ামী লীগের সব শীর্ষ নেতাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। দলের নেতাদের কেউ কেউ বলছেন, ছাত্রলীগের ফর্ম আগের মতো নেই, রাজপথে দেখা মেলে না।
ঠিক এই সময়েই ওবায়দুল কাদের নতুন এক উপদেশ নিয়ে হাজির! রাজনীতির মাঠে কোহলির ফর্ম ফিরে আসার মতো ছাত্রলীগের ফর্ম ফেরাতে হলে তাদের বিয়ে করতেই হবে! এক জনসভায় দাঁড়িয়ে, হাত উঁচু করে তিনি বলেন, বিয়ে করো, ছাত্রলীগ! আমি তো বলেই দিলাম। যারা ফর্মে নেই, যারা আর আগের মতো লড়াই করতে পারছে না— তোমাদের জন্য বিয়ে করাই সমাধান। দেখো, একবার বিয়ে করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিয়ে না করে শুধু ঘুম পাড়ানি মাসি-পিসি নিয়ে পড়ে থাকলে জীবনে উন্নতি হবে না।
কথাগুলো বলেই ছাত্রলীগ নেতাদের দিকে হাসিমুখে তাকিয়ে থাকেন তিনি, যেন এর মধ্যেই লুকিয়ে রয়েছে দলের সংকট নিরসনের চাবিকাঠি।
তিনি আরও বলেন, আমি জানি, যখন একজন ছাত্রনেতা ভালো নেতৃত্ব দিতে পারে না, তখন তার ভেতরটা কেমন হাহাকার করে। আমি নিজেও তো এই পরিস্থিতির ভেতর দিয়ে গেছি। কিন্তু এবার আর ভুল করবে না! এবার আর হাহাকার থাকবে না। ছাত্রলীগের ভাইদের বলছি, বিয়ের বয়স হয়েছে। বড় ভাই হিসেবে আমি বলছি, বিয়ে করে ফেল। দেখবা, সব আগের মতো হয়ে যাবে!
এদিকে অন্য এক গোপন সূত্র জানা গেছে, বিয়ে করার জন্য পাত্র-পাত্রী খুঁজে পাচ্ছেন না ছাত্রলীগ নেতারা। পাত্র/পাত্রী না পেয়ে অনেকে বিয়ের জন্য ফিনিক্স পাখি খুঁজছেন বলেও জানা গেছে।