কাওয়ালির তালিম নিতেই দরগায় শামীম ওসমান

২১৬ পঠিত ... ১৭:০৩, সেপ্টেম্বর ০৭, ২০২৪

34

আমেরিকায় পালিয়ে গেছেন বলে ধারণা করা হলেও সম্প্রতি দিল্লিতে দেখা মিলেছে খেলোয়াড় শামীম ওসমানের। ভারতে অবস্থানরত আকাশ হক নামের এক শিক্ষার্থী নিজামুদ্দিনের দরগায় ক্যামেরাবন্দী করেন ওসমান সাহেবকে। প্রাথমিকভাবে দরগাতে যাওয়ার কারণ না জানা গেলেও, কাল্পনিক এক সাক্ষাৎকারে ওসমান সাহেব আমাদের জানান মূলত কাওয়ালির তালিম নিতেই সেখানে গিয়েছিলেন তিনি। দেশজুড়ে হুট করে কাওয়ালি বিপ্লব হওয়াতে বিষয়টিতে তিনি বেশ অনুপ্রাণিত হয়েছেন বলে জানান আমাদের। ওসমান সাহেব আমাদের আরও জানান, আপাতত রাজনীতিতে তেমন কিছু করার নেই বিধায় সংগীত জগতে খেলা হবে।

তবে অন্য সব দরগা রেখে নিজামুদ্দিনে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি আসলে হার্ডকোর রনবীর কাপুর ফ্যান, আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল এই দরগায় রনবীর ভাইয়ের মতো করে কুন ফায়া কুন একবার হলেও গাইব। এতদিন রাজনীতি খেলাধুলায় ব্যস্ত থাকায় আসতে পারিনি, এখন তো হাতে অঢেল সময়। আশা করছি সংগীত সন্ত্রাসী মাহফুজ স্যারকে কঠিন টেক্কা দিতে পারব। পাশাপাশি একই এলাকায় আমাদের আপাও আছেন, উনাকে দুই একটা গান শোনাতে পারলে আপার মনটাও ভালো হয়ে যাবে।

২১৬ পঠিত ... ১৭:০৩, সেপ্টেম্বর ০৭, ২০২৪

Top