মানুষ যেমন পারফেক্ট হয় না। তেমন পারফেক্ট হয় না ছবিরাও। আর এমন ইমপারফেক্ট ছবিই উপরোক্ত ছবিটি। আসুন জেনে নেই এই ছবির অসঙ্গতিগুলো।
১#
ছবিটাতে খেয়াল করলে দেখা যাবে দুইপাশ থেকেই গাড়ি আসছে। এভাবে দু’পাশ থেকে গাড়ি আসাটা বেশ বিপজ্জনক। যেকোনো সময় এক্সিডেন্ট হতে পারে। গাড়িগুলোর উচিৎ ছিলো, বিষয়টা মাথায় নিয়ে সঠিক পথে চলা।
২#
রোড ডিভাইডারের পাশে একজন মহিলাকে দেখা যাচ্ছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। যেকোনো সময় রোড ডিভাইডারটি পড়ে যেতে পারে। ঘটতে পারে দূর্ঘটনা। এভাবে ডিভাইডারের পাশে দাঁড়ানো একদমই উচিৎ হয়নি।
৩#
ড্রাইভার ও পুলিশ দু’জনই হ্যান্ডশেক করতে চাচ্ছেন। এভাবে গাড়ি চলন্ত অবস্থায় হ্যান্ডশেক করা খুবই ঝুঁকিপূর্ণ। হ্যান্ডশেক করতে হলে গাড়ি থামিয়ে পাশাপাশি বসে, চা খেয়ে, গল্প করতে করতে হ্যান্ডশেক করা উচিৎ।
৪#
বিপদজনক শব্দটি একসাথে লেখা উচিৎ ছিলো। এভাবে আলাদা করে লেখায় জিনিসটা মনে হচ্ছে বিপদের জনক।
৫#
গাড়ির ডানপাশের চাকার উপরে থামুন লেখাটার ‘থা’ পড়ে গেছে। লেখাটা নতুন করে লেখা উচিৎ।