প্রেমিকা কিংবা ঘরের বউয়ের চিৎকার চেঁচামেচি থেকে বাঁচাতে আসছে 'নপস'

২২৫১ পঠিত ... ১৬:২৭, মে ০৩, ২০১৭

আপনি কি আপনার প্রেমিকা কিংবা ঘরের বউয়ের চিৎকার চেঁচামেচি থেকে বাঁচতে চান? চান সে চিৎকার শুরু করা মাত্রই আপনি আপনার ইচ্ছেমতো কানের ভলিউম কমিয়ে ফেলতে পারবেন। কানে ঢুকবে না একটা বর্ণও। তাই মেজাজও চটে যাবে না।

কান বাঁচাতে আসছে নতুন গ্যাজেট

‘নপসকে’ মুলত চারটি মুডে ব্যবহার করা যায়। একদম সব ধরনের স্পষ্ট শব্দ থেকে শুরু করে একদম শব্দকে কানে প্রবেশ পর্যন্ত বন্ধ করে দিতে পারে এই ডিভাইসটি।

নপসের কাজের ধাপ সমূহ

‘নপস’ ওয়েবসাইটের তথ্যানুযায়ী পন্যটি হাতে পেতে আপনাকে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।‘নপস’ পেতে আপনার খরচ হতে পারে ৬০ থেকে ৮০ ইউরো। বাংলাদেশি টাকায় যার মূল্যমান হবে ৫৫০০ থেকে ৭৫০০ টাকার মধ্যে। 

নপস

ঝগড়া করুন পাশাপাশি নিজের কানও বাঁচান।

২২৫১ পঠিত ... ১৬:২৭, মে ০৩, ২০১৭

Top