পুরোনো যন্ত্রে নতুনের মন্ত্র: ১০টি ছবি যা আপনাকে নিয়ে যাবে এক রেট্রো নস্টালজিয়ায়

৬১৩ পঠিত ... ২০:০৬, জুলাই ০২, ২০২০

চিঠি কিংবা ক্যাসেট, পুরোনো দিনের টিভি কিংবা টাইপরাইটার- এসবের কথা শুনলেই মাথায় এসে যায় পুরোনো রেট্রো বা ভিন্টেজ ঘরানার কিছু 'ইনস্টাগ্রামেবল' ছবি। এদের পাওয়া যায় নানা প্রদর্শনীতেও। আর পাওয়া যায় বাড়ির কোণায় পড়ে থাকা অকেজো জঞ্জালের মাঝে৷ কারণ, এদের প্রয়োজন যে ফুরিয়েছে! নতুন নতুন অ্যাপ্লিকেশন আর প্রযুক্তির ভিড়ে কিছুদিন পর এদের ঠাই হবে শুধুমাত্র জাদুঘরে আর আমাদের বাবা-মা'র মেমরি সেলে। দুর্লভ বস্তু হয়ে দাড়িয়েছে এখন তারা।

পুরোনো দিনের এই সার্বক্ষণিক অনুষঙ্গের যখন প্রয়োজন ফুরিয়েছে এ যুগের আধুনিক প্রযুক্তির মাঝে, তখন গ্রাফিক ডিজাইনার 'লুসিলা কিবুডি' বর্তমানের জনপ্রিয় অ্যাপগুলোকে নতুন রূপ দিয়েছেন পুরোনো আমলের এই যন্ত্রগুলোর মধ্যে দিয়ে। আর্জেন্টাইন এই গ্রাফিক ডিজাইনার তার এই প্রজেক্টের নাম দিয়েছেন 'Once Appon a Time'। শব্দখেলা দিয়ে নাম এবং ভিজুয়ালের মাধ্যমে দুই প্রজন্মের প্রযুক্তিকে ফুটিয়ে তুলেছেন এক অভিনব পদ্ধতিতে। আমাদের প্রযুক্তিগত অভ্যাস কিভাবে বদলে গেছে, তা ১০টি ছবির মধ্যে দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন। ডিজাইনগুলোতে ৭০ বা ৮০ দশকের নানা প্রযুক্তিও দেখানো হয়েছে, যা প্রজেক্ট'টিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। চলুন দেখে নেওয়া যাক সেই ছবিগুলো আর ঘুরে আসা যাক আধুনিক অ্যাপসের মাঝের এক রেট্রো নস্টালজিয়ায়।

 

১#

 

২#

 

৩#

 

৪#

 

৫#

 

৬#

 

৭#

 

৮#

 

৯#

 

১০#

৬১৩ পঠিত ... ২০:০৬, জুলাই ০২, ২০২০

Top