গ্রেটা থুনবার্গের নাম নিয়ে ফেসবুকারদের পান-পাগলামি

১৪২৯ পঠিত ... ১৬:৫৩, ডিসেম্বর ১৭, ২০১৯

১৬ বছর বয়সী সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের নাম শুনলেই মাথায় আসে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনে তার আক্রমণাত্মক এক বক্তব্য।  গতবছর ডিসেম্বরে এই সম্মেলনে বিশ্বনেতাদের প্রতি ছুঁড়ে দিয়েছেন তিনি প্রশ্নের বান। ২০১৮ সালে প্রতি শুক্রবার সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেওয়া শুরু করেন স্কুলছাত্রী গ্রেটা থুনবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। এ বছর বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন তিনি।

তবে কথা সেটা না! কথা হলো, ফেসবুকে সাদমান সাকিব ফাহিম নামে একজন গ্রেটা থুনবার্গের নাম নিয়ে কিছু 'পান' বানিয়ে গত ৯ ডিসেম্বর একটি পোস্ট দেন। পান বোঝেন তো? শব্দ নিয়ে নানান রকম খেলা, একই শব্দের বিভিন্ন অর্থগুলো ভিন্ন আঙ্গিকে তুলে ধরা কিংবা ভিন্নভাবে উচ্চারণ করে শব্দের দ্ব্যর্থক অর্থ প্রকাশ করা একেই বলা হয় 'পান'। পান বিষয়টাকে অনেকে পাশ্চাত্য সাহিত্যের ব্যাপার মনে করলেও, বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকেই এর বেশ প্রচলন রয়েছে। ভারত চন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিবরাম চক্রবর্তীরা পানের যে ধারা তৈরি করে দিয়ে গিয়েছিলেন তারই রেশ ধরে বর্তমানের তরুণ-তরুণীরাও সোশ্যাল মিডিয়া কিংবা আড্ডার মাঝে পানের চর্চা করে যাচ্ছেন প্রতিনিয়ত।

সাদমান সাকিব ফাহিদ সেই পান-চর্চাকারী নাচুনী বুড়িদের কাছে ঢাকের বাড়ি হিসেবে কাজ করেছে। তার পোস্টের কমেন্ট সেকশন এখন জলজ্যান্ত পানের খনি! এখন পর্যন্ত সেখানে কমেন্ট আছে এক হাজারের বেশি। এ সংখ্যা শেষমেষ কততে গিয়ে দাঁড়াবে তা কল্পনা করা যাচ্ছে না। তবে তারচেয়েও কল্পনাতীত গ্রেটা থুনবার্গকে নিয়ে বানানো পানগুলো। নিজেই দেখে নিন পানপ্রেমীদের পান নিয়ে কিছু পাগলামি। আপনি তা দেখে হাসবেন না কাঁদবেন তা একান্তই আপনার বিষয়, তবে গ্রেটা থুনবার্গ যে এই কমেন্টবক্স ঘুরে গেলে হাসিতে ফেটে পড়তেন, এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে না!

১৪২৯ পঠিত ... ১৬:৫৩, ডিসেম্বর ১৭, ২০১৯

Top