নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতলে, হারলে বা ড্র করলে যেসব স্ট্যাটাস দিতে পারেন

৩০৯৯ পঠিত ... ২১:৩০, জুন ২৬, ২০১৮

বিগত আরও অনেক বিশ্বকাপের মতো এবারো অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিলো আর্জেন্টিনা। তবে এবার গ্রুপ পর্বেই যাত্রা শেষ হয়ে যাওয়ার শংকায় সত্যিকারেই খাদের কিনারায় ঝুলছে আর্জেন্টিনার ভাগ্য, আর্জেন্টিনা সমর্থকদের ভাগ্যও বটে! সেই সঙ্গে ঝুলছে ব্রাজিল সমর্থক কিংবা 'এন্টি-আর্জেন্টিনা'দের ভাগ্যও, ট্রল করবেন, নাকি ট্রলের আর্জেন্টিনা ফ্যানদের জয় পরবর্তী হম্বিতম্বি সহ্য করবেন নাকি কাউন্টার অ্যাটাক করবেন, জটিল হিসাব নিকাশে আছেন তারাও! (কালকে যে ব্রাজিলেরও ম্যাচ!) আর্জেন্টিনা জিতুক বা হারুক (ড্র-টা হারার পর্যায়েই পড়বে!), ফেসবুকে স্ট্যাটাস তো সবাইকেই দিতে হবে! আর্জেন্টিনা জিতলে, হারলে কিংবা ড্র করলে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সমর্থকরা কে কেমন স্ট্যাটাস দিতে পারেন, সে ব্যাপারে আপনাদের সাহায্য করছে eআরকি!

 

যদি আর্জেন্টিনা জিতে যায়...

আর্জেন্টিনা সমর্থক:

১#
আমাদের দল সবসময় উত্তেজনা দিতে পছন্দ করে। তাই টান টান থ্রিলের মাঝে রেখে তারা ২য় রাউন্ডে উঠেছে

২#
ওস্তাদের মাইর শেষ রাতে!

৩#
 

৪#
নকআউট রাউন্ডে ফ্রান্সকে ধরে দেয়া হবে! ভালো হবে না ফ্রান্স?

৫#
রাখে আল্লাহ মারে কে?

৬#

৭#
কিচ্ছু কমু না...সব জবাব মাঠেই দেব!

৮#
নাইজেরিয়ার জয় দেখার জন্য এক দল অপেক্ষা করছিলো। নাম বলবো না, বললে চাকরি থাকবে না।

৯#
আশা করি ফুটবল ঈশ্বর এইবার মেসির সাথে অবিচার করবেন না...

১০#

 

ব্রাজিল সমর্থক:

১#
সেকেন্ড রাউন্ডে ফ্রান্সের কাছে ৭টা খেয়ে কান্নাকাটি করার মানসিক প্রস্তুতি আছে তো?

২#
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা নেই, এরা নাকি হবে বিশ্ব চ্যাম্পিয়ন!

৩#

৪#
ভামোস বন্ধুরা, নাইজেরিয়ার র‍্যাংকিংটা ভাইরা পারলে একটু দেখে নিয়েন। পারলে ফ্রান্স আর ডেনমার্কেরটাও দেখে নিতে পারেন!

৫#
গ্রুপ পর্ব পার করে ইতিহাস সৃষ্টি করলো আর্জেন্টিনা! 

৬#
এবার ভীনগ্রহে অনুষ্ঠিতব্য একটি প্যারালাল ইউনিভার্সের একটি বিশ্বকাপে শিরোপা জিতবে আর্জেন্টিনা, আগাম অভিনন্দন!

৭#
এই প্রথম বিশ্বকাপে কোনো দল গ্রুপ পর্ব পার হওয়ার গৌরব অর্জন করলো! এ এক বিশাল অর্জন!

৮#

 

আর্জেন্টিনা যদি হারে বা ড্র করে...

আর্জেন্টিনা সমর্থক:

১#
দেখা হবে কাতারে!

২#

৩#
ম্যাচ না জিতলেও ব্রাজিল সাপোর্টারদের হৃদয় জিতেছে আর্জেন্টিনা! 

৪#
মেসির হাতে বিশ্বকাপ উঠবেই, ২০২২ সালের বিশ্বকাপ আমাদের!

৫#

৬#
বিশ্বকাপটাই মেসির হাতে ওঠার সুযোগ আরও চার বছরের জন্য মিস করে ফেললো!

৭#
এই হার মানি না! বিশ্বকাপ মানি না!... 

৮#

৯#
অমুক সালে প্রথম রাউন্ডেই বাদ পড়ে চার বছর পরেই বিশ্বকাপ জিতেছিলো তমুক দল। আগামী বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে!

১০#

ব্রাজিল সমর্থক:

১#
নিজের দল জিততে পারে না, এরা আবার নেইমারকে ট্রল করে!

২#

৩#
ভামোসরা এখন কী করে? কেউ ওদের সেভেন আপ খাওয়াও!

৪#
KHAMOSH Argentina!

৫#

৬#
আর্জেন্টিনার নাম বদলে আর-জিতিনা রাখা হোক।

৭#

৮#
পুরো আকাশটাই যাদের পতাকা তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল দেখি!

৯#
জার্সি পরে খেলতে এসে থ্রি পিছ পরে বিদায় নিলো আর্জেন্টিনা!

১০#

৩০৯৯ পঠিত ... ২১:৩০, জুন ২৬, ২০১৮

Top