কার্টুনে ইয়ার রিভিউ ২০১৭

১৫৩৬ পঠিত ... ১৯:০১, জানুয়ারি ০৬, ২০১৮

চলছে ২০১৮! ২০১৭ সাল 'গেছে গা'! কিন্তু কার কেমন গেছে? চলুন কিছু কথোপকথনে দেখে নেয়া যাক-

১#
পেঁয়াজ ব্যবসায়ীদের গত বছরটা খুব ভালো কেটেছে।

২#
প্রশ্নপত্র যে পরীক্ষার হলে নির্ধারিত সময় পাওয়া যায়, এই ধারণাই ছাত্রদের মন থেকে উঠে গেছে!

৩#

সিএনজি ওয়ালাদের 'মগের মুল্লুক' টাইপ ব্যবসায় ভাগ বসিয়েছে পাঠাও-উবার!

৪#
মানুষদের বছর যেমনই যাক, রোবটদের বছর গেছে দারুণ!

৫#
দম্পতিদের মধ্যে এ বছর ডিভোর্স আতঙ্ক চলে এলো কিনা কে জানে!

৬#
হিসাব-নিকাশের জন্য বছরটি খুব ভালো ছিল না!

৭#
প্রথমে দেসপাসিতো, পরে দেশবাসীতো! আবুল মাল সাহেব তাতে রাগান্বিত কিনা কে জানে!

৮#
একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকেরা ছিলেন উত্তেজিত, দুঃখিত, আতঙ্কিত!

৯#
ডুব সিনেমার মুক্তির মাধ্যমে দেশজুড়ে প্রতিষ্ঠিত হয়েছে রিভিউ লেখার গণচর্চা!

১০#
২০১৭ সালে সোনার বাংলাদেশ গড়তে পাওয়া গেছে কিনা কে জানে, তবে সোনা কারবারি মানে আপন জুয়েলার্স পিতাপুত্রের বছর খুব একটা ভালো যায় নি!

অলংকরণ: রাকিব রাজ্জাক

১৫৩৬ পঠিত ... ১৯:০১, জানুয়ারি ০৬, ২০১৮

Top