এই পাঁচটি কাজ করলে বিশেষ মানুষটি আপনাকে মিস করবে

৪১৭ পঠিত ... ১৫:৫৫, সেপ্টেম্বর ২৩, ২০২৪

14

আপনি কি চান আপনার বিশেষ মানুষটি আপনাকে মিস করুক? কেন চাইবেন না! পৃথিবীর প্রতিটা মানুষই এমনটা চায় (এই কথা কোনো গবেষণা বলছে বলে আমরা নিশ্চিত করছি না)। আপনি চান বা না চান, ভবিষ্যত চাওয়ার কথা ভেবেও এই ফ্যাক্টগুলো জেনে যান।

 

১#

ভালো এমাউন্টের টাকা-পয়সা হাওলাদ নিয়ে রাখুন। যদি বিশেষ মানুষ একটু বেশিই বড়লোক হয় তাহলে নিজের নামে জমি নিয়ে রাখতে পারেন। আপনাকে ভুলে গেলেও, আপনার নিয়ে যাওয়া টাকা/জমি আপনাকে ভুলতে দেবে না।

২#

আপনি আপনার বিশেষ মানুষটাকে জানান, আপনি আগে ছাত্রলীগ করতেন, তারপর সমন্বয়ক হয়েছেন, আর এখন শিবিরই আপনার সব। বিশেষ মানুষ কেন, এই তথ্য আজকের পৃথিবীতে যে জানবে সেই আপনাকে মিস করবে।

৩#

আপনি চাইলে আপনার বিশেষ মানুষের খুব বড়-সড় ক্ষতি করে দেখতে পারেন। আমরা উপকার ভুলে যাই কিন্তু অপকার ভুলি না। একবার ঠিকমতো ক্ষতি করতে পারলে আপনাকে মিস করার চান্স অনেক বেশি।

৪#
আপনি আপনার বিশেষ মানুষের বিশেষ মানুষের সাথে ক্লোজ হওয়া শুরু করুন। আমরা আমাদের বিশেষ মানুষ ভুলে গেলেও, আমাদের বিশেষ মানুষের বিশেষ মানুষকে কখনোই ভুলতে পারব না। জেলাসি আমাদের রক্তে রক্তে আছে।

৫#
প্রতিদিন তাকে সকাল-বিকাল কল করে বলুন আপনাকে মিস করতে, মিস না করলে আপনি সামনে বসে জোর করে করান, এছাড়া আপনার হাতে কোনো উপায় নাই আসলে।

 

৪১৭ পঠিত ... ১৫:৫৫, সেপ্টেম্বর ২৩, ২০২৪

Top