জনৈক পুলিশের বুক রিভিউ

৬৯০৪ পঠিত ... ০১:২৬, ফেব্রুয়ারি ০১, ২০১৭



বইয়ের নাম : কবি
লেখক : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
প্রকাশক : বিশ্বসাহিত্য কেন্দ্র 
রেটিং : ২/১০

প্রথমেই বলে রাখা ভালো লেখক বইয়ের নাম দেওয়ায় একটা বিরাট কেস খাইছে! বইয়ে নিতাই নামের নায়ক সেই ব্যাটা মোটেও কবি না। সে আসরে আসরে গান গাইয়া বেড়ায়। আর গান বাঁধে। কবির কাম সেইটা না। কবি আমি নিজ চক্ষে দেখছি। আমাদের থানার পাশেই এক কবির বাস। সে ব্যাটা সারাদিন দাড়ি চুলকায় আর মোবাইল গুঁতায়।

নিতাইয়ের দাড়িও নাই মোবাইলও নাই। তাছাড়া নিতাইয়ের ভেতর নীতিবোধও নাই। সে কোন গানের আসর থেইকা ফিরে আইসা নিজের উত্তরীয় না ফুত্তরীয় দেখায়া বলে এইটা তারে নাকি প্রাইজ দিছে। চোরের মায়ের এমন বড় গলা তার। কিন্তু এই উত্তরীয় জিনিসটা কী আমি বুঝতে পারি নাই। তখন এসআই মিজানকে জিজ্ঞেস করলে উনি বলেন যে, উত্তরীয় হইল উত্তরার গার্মেন্টস ফ্যাক্টরির এক ধরনের গেঞ্জি।

এসআই মিজানের এই সব জ্ঞান খুবই ভালো। অনেক কবিতাও তিনি লিখছেন। পুলিশদের ঠোলা বলে যে গালি দেওয়া হয় সেটার বিরুদ্ধে তার একটা খুবই হট কবিতা আছে। শুনলে গায়ের পশম দাঁড়িয়ে যায়।

যাই হোক, কবি বইয়ের নিতাই  খুবই মিনমিনা একটা নায়ক। নায়ক হিসাবে কলঙ্ক আসলে। এইটা একটা আফসোস যে নায়ক জসিমের পর আর কোনো নায়ক আসলো না এই বাংলায়। না সিনেমায় না এইসব গল্প উপন্যাসে। তারাশঙ্কর যদি নায়ক জসিমকে নিয়া একটা পাওয়াফুল বই লিখতো কতই না ভালো হইত। আফসোস আর আফসোস! 

এই নিতাই যে শুধু মিনমিনা তাই না, এর চরিত্রেরও দোষ আছে। বসন্ত না কী এক নাম তার সাথে লটঘট আবার ঠাকুরঝি না কি তার দিকেও হালার পুতের নজর। জসিমরে আমি কোনো দিন এক সিনেমায় দুইটা নায়িকার সাথে প্রেম করতে দেখি নাই। আমার মনে হয় বইটা থেইকা একটা নায়িকারে বাদ দেয়া যাইতে পারে। তাতে সমাজে একের অধিক প্রেম করাটাকে প্রোমোট করা হয় না।

তাছাড়া বইটার নামও চেঞ্জ করা উচিত। 'কবি' না রাইখা 'ভণ্ড কবিয়াল' বা 'কবিয়াল ভণ্ড' রাখা যাইতে পারে। তাছাড়া এই নতুন লেখক তারাশঙ্করকে ডেকে লেখালেখির ব্যাপারটা আরেকটু বোঝানো যাইতে পারে। গোটা বইয়ে সে লিখছে--'হায়, জীবন এত ছোট কেনে...জীবন এত ছোট কেনে...!" দশটা দিন জুতমতো রিমান্ডে নিলে হালার পুতে বুঝবে জীবন আসলে ছোট না। তখন কুতকুত করতে করতে বলবে, 'হায় জীবন এত বড় কেনে...জীবন এত বড় কেনে...!'

৬৯০৪ পঠিত ... ০১:২৬, ফেব্রুয়ারি ০১, ২০১৭

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top