বয়ফ্রেন্ড: হ্যালো জান। তোমার ফেসবুক মনে হয় লাইক, হ্যাক হয়েছে। মেসেঞ্জারে সবার কাছে লাইক, টাকা চাচ্ছে।
গার্লফ্রেন্ড: ওএমজি। আমি এখন লাইক, কী করবো ?
বয়ফ্রেন্ড: এক্ষুনি পাসওয়ার্ড লাইক, চেঞ্জ করে ফেলো।
গার্লফ্রেন্ড আচ্ছা করছি। থ্যাংক গড !
বয়ফ্রেন্ড: দেখছো আমি কী বুদ্ধিমান ! শালা আমাকে বলে, তোমার নাকি ব্যাগ/মোবাইল সব লাইক, ছিনতাই হয়ে গেছে - একটা নম্বর দিয়ে বলে এক্ষুনি টাকা বিকাশ না করলে লাইক, উবার ভাড়া দিতে পারবা না ... হা হা হা।
গার্লফ্রেন্ড: এটা শুনে তুমি কী করলা ?
বয়ফ্রেন্ড: আই ওয়াজ লাইক, শুইনাই বুচ্ছি এইটা হ্যাকার। তাই ওর সঙ্গে একটু মজা নিলাম।
গার্লফ্রেন্ড: ওয়েট, ওযেট, মজা নিলা মানে ? মানে কী ? ওইটা তো লাইক, সত্যি সত্যি আমি হতে পারতাম।
বয়ফ্রেন্ড: হ্যা, কিন্ত তুমি তো না।
গার্লফ্রেন্ড: কিন্তু আমি তো হতে পারতাম। নাকি ? তার মানে, লাইক, আমি যদি কখনো এধরণের বিপদে পরে তোমাকে নক করি, তুমি এভাবে লাইক, মজা নিবা, না ?
বয়ফ্রেন্ড: তা কেন নিবো, বেবি ?
গার্লফ্রেন্ড: একটু আগেই তো নিয়েছো।
বয়ফ্রেন্ড: ওটা তো লাইক, হ্যাকার ছিলো, তুমি ছিলা না।
গার্লফ্রেন্ড: ওটা যে হ্যাকার ছিলো তুমি তো জানতা না। যেহেতু আমার আইডি থেকে তোমার কাছে হেল্প চাওয়া হয়েছে সেহেতু তোমার উচিত ছিলো লাইক, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে টাকাটা দেয়া।
বয়ফ্রেন্ড: উচিত ছিলো ?
গার্লফ্রেন্ড: অবশ্যই উচিত ছিলো। আমি যে তোমার কাছে লাইক, কোনো প্রায়োরিটিই না, এটাই আজ তুমি লাইক, প্রমান করে দিলে। তোমার সাথে আমার আর কোনো লাইক, রিলেশন নাই - ব্রেক আপ।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন