আমার বয়ফ্রেন্ড মানুষটা জানি কেমন

৪০১ পঠিত ... ১৭:৩৭, জুন ১৯, ২০২৩

 

Amar-boygriend

লেখা: তাসলিমা বাবলী

আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক লাভ করে। অনেক কেয়ারও করে, টাইমও দেয়।

কিন্তু, সমস্যা একটাই। আমার বয়ফ্রেন্ড মানুষটা জানি কেমন! আমাকে একদমই শাসন করে না, বকা দেয় না। মারধরের তো কোনো প্রশ্নই আসে না! আমার ফোন চেক করে না, সন্দেহ করে না, ছেলেবন্ধুদের সাথে মিশতে মানা করে না, কোথাও যেতে চাইলেও না করে না।

এগুলোর জন্য আমার সন্দেহ হয়। সে কি আমাকে আসলেই লাভ করে? আসলেই কেয়ার করে? পুরুষ মানুষ লাভ করলে গার্লফ্রেন্ডকে রাখবে খাঁচার ভেতর, যাতে কোনো আঁচ না লাগে। সে তো আমাকে ছেড়ে রাখছে। ছেলেদের সাথে মিশতেও মানা করে না! এটা কেমন লাভ করা হলো!

লাভ করলে বয়ফ্রেন্ডের উচিৎ ছেলেবন্ধুদের সাথে মিশলে দরকারে মারধর করা। সে আমাকে কিছুই বলে না! মেয়েবন্ধুদের বাসায় রাতে থাকার জন্য তার কাছে পারমিশনও চাইতে হয় না। ইচ্ছে হলেই আমি চলে যেতে পারি!

এইসবকিছু মিলিয়ে আমার আসলে ইদানীং সন্দেহ হয়। আমার বান্ধবীরা বলেছে, এই ছেলে আমাকে বিয়ে করবে না। বিয়ে করলে এভাবে ছেড়ে রাখতো না। আমি এখন কী করবো আপ্পিরা? আমি ওকে অন্নেকক লাভ করি, বিয়ে করতে চাই।

আচ্ছা আপ্পিরা বলো তো, কোন গার্লস গ্রুপে এই সমস্যাটা নিয়ে পোস্ট করলে সঠিক সমাধান পাবো?

৪০১ পঠিত ... ১৭:৩৭, জুন ১৯, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top