আমেরিকান এন্টারটেইনমেন্ট কোম্পানি 'ওয়াল্ট ডিজনি' ছিল আমেরিকান অ্যানিমেশন ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা। অ্যানিমেটেড কার্টুন বানাতে ডিজনির আর্টিস্টরা সেরা, কাহিনীও দারুণ, কিন্তু শব্দের কী হবে! ট্রেন থেকে ট্রেইলার কিংবা ব্যাঙ থেকে হাঁটার শব্দ, সবটাই কিন্তু ছিল ডিজনির নিজস্ব সাউন্ড ইফেক্ট! তবে তা ডিজিটালি তৈরি ছিল না। শব্দগুলো তারা নানা সরঞ্জামের মিশেলে বিশাল দল নিয়ে তৈরি করেছিলেন। কখনো গ্লাসের টুংটাং শব্দ, কখনোবা হাড়ি পাতিলের স্তুপ ফেলে দিয়ে একাকার হওয়ার শব্দ! তেমনই এক নমুনা দেখে নেওয়া যাক আজ। দেখুন ওয়াল্ট ডিজনির প্রথম দিকের সিনেমাগুলোর জন্য অদ্ভুত কসরতে তৈরি সাউন্ড ইফেক্টের ভিডিও:
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন