ইউটিউবে ‘কার্টুন শো ঢাকা--হাউ টু বি এ কার্টুনিস্ট ইন ফাইভ মিনিটস’ নামের ভিডিওটাতে ক্লিক করলেই গিটারের ঝংকারের সাথে স্পিকার থেকে ভেসে আসবে খুব পরিচিত গলার একটা গান, একদম পরিষ্কার বাংলায় 'আঁকাআঁকি ধুর ছাই!/কিচ্ছুই হয় নাই।/ পেন্সিলে দাগাদাগি/ দিনে ঘুম রাতে জাগি/ কেউ যদি জানতো/ আঁকা শিখালেই শান্ত!' দারুণ মজাদার লিরিকের থিম সংটা গায়িকা সভ্যতার গাওয়া। গান শেষ হতেই একটা লম্বাচুলের দাড়িওয়ালা মানুষকে দেখা যাবে, যিনি কাউন্টডাউন টাইমার চালিয়ে দাবি করবেন যে, মাত্র ৫ মিনিটেই এখন কার্টুন আঁকা শিখানো হবে। আর এরপর সত্যি সত্যি ৫ মিনিটের মধ্যেই শুধুমাত্র কয়েক ধরনের আকার আকৃতি দিয়েই শিখিয়ে দেওয়া হবে কার্টুন আঁকার মূলমন্ত্র! বাংলাদেশের প্রথম কার্টুন ড্রয়িং বেজড ইউটিউব শো ‘কার্টুন শো ঢাকা’র প্রথম পর্বটা এমনই।
‘কার্টুন পিপল’ নামের একদল আঁকিয়ে বাহিনীর অক্লান্ত পরিশ্রমের ফল এই ‘কার্টুন শো ঢাকা’। কার্টুন পিপলের এই পাগলাটে আঁকিয়েদের নেতৃত্ব দিচ্ছেন কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম, যিনি কার্টুন আঁকেন তন্ময় নামে। উন্মাদ ও ঢাকা ট্রিবিউনের এই কার্টুনিস্ট জানালেন, 'দেশের সব আঁকিয়েদের একটা প্ল্যাটফর্ম বানানোর জন্য তৈরি হয়েছিলো কার্টুন পিপল দলটা, আর দেশের আনাচে কানাচে কার্টুন আঁকা শিখতে আগ্রহী সবাইকে কার্টুন আঁকা শেখানোর জন্য কার্টুন পিপলের প্রচেষ্টার ফসল এই ইউটিউব শো।'
এই পর্যন্ত এর ৭টা এপিসোড প্রকাশিত হয়েছে, যেগুলোর কোনোটিতে চোখ নাক মুখ আঁকা, কোনটিতে মুখভঙ্গী আবার কোনোটায় শেখানো হয়েছে দেশি ছেলেমেয়ে আঁকা, বিভিন্ন বয়সী চরিত্র আঁকা, কার্টুন ফেস ডিটেইল, ক্যারিক্যাচার ইত্যাদি। কার্টুনিস্ট তন্ময় আরও জানালেন, 'আমাদের সময় আঁকাআঁকি শেখার তেমন কোন উপায় ছিলো না। এখন তো ইন্টারনেট ফেসবুকের কল্যানে সবাই সবার সাথে যুক্ত। তাই এর মাধ্যমেই আমরা আমাদের দেশে কার্টুনশিল্পটাকে গড়ে তুলতে চাইছি।'
তাই তোমার যদি কার্টুনিস্ট হওয়ার ইচ্ছে থাকে তাহলে এক্ষুনি খাতা পেন্সিল নিয়ে বসে পড় এই শো দেখতে। এরপর শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। আঁকা শিখে গেলে নানান আইডিয়া নিয়ে এসে যোগ দাও আমাদের eআরকি কার্টুনিস্ট টিমে।
১. কার্টুন পিপল আসলে কারা? আর তাদের লক্ষ্যটাই বা কী? দেখে দাও এই ৬ মিনিটের দারুণ ইন্ট্রোডাকশন ভিডিওটিতে।
২ . মাত্র পাঁচ মিনিটের মধ্যে পুরোদস্তুর কার্টুনিস্ট হয়ে যাওয়ার পদ্ধতি, দেখো কার্টুন শো ঢাকার প্রথম এপিসোড!
৩. কার্টুনে নাক-কান-গলা ও চক্ষুবিষয়ক সমস্যার সমাধান এই এক ভিডিওতেই, বিফলে মূল্য ফেরৎ।
৪. কানের যত্ন, চুলের যত্ন ও ঠোঁটের যত্ন নিয়ে এবারের এপিসোড!
৫. মেয়ে আঁকতে সমস্যা? আঁকতে বসলেই ছেলে-ছেলে হয়ে যায়? আবার ছেলে আঁকার সময় দেখতে মেয়েদের মতোই লাগে? কার্টুনে ছেলে ও মেয়ে ক্যারেক্টার আঁকার সমস্যার সকল সমাধান এই এক ভিডিওটিতেই।
৬. মাথা আঁকতে গিয়ে নিজের মাথায় খেয়ে ফেলেছো? মস্তকজনিত সকল সমস্যার সমাধান নিয়ে এই এপিসোড, থাকছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মাথা আঁকার টিপস অ্যান্ড ট্রিকস।
৭. গ্যাদা বাবু থেকে হাফপ্যান্ট পরা বাচ্চা, বাচ্চা থেকে বড় চুলের হাল ফ্যাশনের কিশোর, কিশোর থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবক, যুবক থেকে চাকরি করা মধ্যবয়স্ক আংকেল, মাথায় টাক পরা আংকেল থেকে অবসরে যাওয়া বুড়ো দাদু--একই ক্যারেক্টার বিভিন্ন বয়সে আঁকার ট্রিকস থাকছে এই এপিসোডে।
৮. হাসি-খুশি-দুখি-কান্নাকান্না-ন্যাকামো-লজ্জা-রাগ-অবাক সবরকমের মুখভঙ্গির সহজ সমাধান এই এপিসোডে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন