বাপ কি তোমার আম্বানি?

৫৮৭ পঠিত ... ১৫:৫৮, ডিসেম্বর ২৩, ২০১৮

 

: হায়রে কেমন বিয়া আমার! কোথায় পামু সান্ত্বনা!
বিয়ার মধ্যে কী কী লাগে মিনসে বুঝি জানতো না!

ডিজাইনারের বিয়ার গাউন সবাই করে আমদানি
আমায় দিছে মিরপুর থন ধ্যাদ্দেরা এক জামদানি!
কম দুঃখে আমার দু’চোখ নোনতা জলে ভিজাই না রে!
শখ আছিলো বানাইবো ড্রেস ইটালিয়ান ডিজাইনারে...
সব্যসাচীর নাম শুনে নাই, ফ্যাশন ব্যাডা বুঝব কী!
বিয়ায় কী কী জিনিস লাগে জানেই তো না, খুঁজব কী!

মেনিকিউর, পেডিকিউর বিয়ার সময় করতে হয়
‘গালা’য় গিয়া বউ সাজানি বোঁচার হাতে পড়তে হয়
ননদ, জেঠাস ভাংতি দিয়া নিলোই তো না পার্লারে
ওরে খোদা! বিয়ার নামে এমনে আমায় মারলা রে!
মুখটা আমার করছে সাদা সস্তা দামের পাউডারে
আলতা দিয়া লাল করছে আমার সাদা পাওডারে।

বিয়া মানেই গান বাজনা, গাইতে আসে বিয়ন্সে
আমার জামাই আনলো না ক্যান? ব্যবসায়ী না! পিওন সে?
গাইলো কে গান? বখাইট্যারা, বাজাইলো রাইত আড়াইটা
খ্যাতের মতন নাইচ্যা গেল পাশের বাসার ভাড়াইটা!

বিয়ায় চলে ডায়মন্ড আর প্লাটিনামের গয়না রে!
আমায় দিছে সোনার চুড়ি কয় ভরি তাও কয় না রে!
চৌদ্দ ক্যারেট আছে কী না হইতেছে খুব সন্দেহ
রাগের চোটে চিড়বিড়াইয়া জ্বলছে আমার মন, দেহ।

আমেরিকার হিলারীও বিয়ার মইধ্যে গেস্ট আসে
আমার জামাই কইতে পারে করছে এমন চেষ্টা সে?
সে আনছে কমিশনার! প্রেজেন্ট দিছে ফুলদানি!
তিনার লগে ছবি তোলার তারপরও কী চুলকানি!
উহ রে আমার পোড়া কপাল! তুলছে ছবি মোবাইলে!
ফটোগ্রাফার আনলোই না! মান ইজ্জত ডোবাইলে!

আড়াইশজন দাওয়াত দিয়া কেমন যে ভাব ধরতেছে!
জামাইর মাথায় বাড়ি দেওয়ার ইচ্ছা আমার করতেছে।
বিয়ার খাওন সাদা পোলাও? নাই আমাগোর খান্দানে
হাভাইত্যারা! ট্যাকা লাগে সবার থাইক্যা চান্দা নে!

: ভ্যাজর ভ্যাজর করছ অনেক। এবার তুমি থামবা নি?
এত্ত কিছু চাও যে তুমি! বাপ কি তোমার আম্বানি?

৫৮৭ পঠিত ... ১৫:৫৮, ডিসেম্বর ২৩, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top