চলছে ভারতের লোকসভা নির্বাচন। ইতোমধ্যে কয়েক দফায় অনেক অংশের নির্বাচন শেষও হয়েছে। ভারতের এই নির্বাচনে সারাবিশ্বেরই আগ্রহ রয়েছে। আগ্রহ আছে বাংলাদেশেরও। তবে বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি নিজেদের একটি ফেক বার্তায় ভারতের নির্বাচন বয়কট করার কথা জানিয়েছে।
যদিও বয়কট করার পেছনে বিশেষ কোনো কারণ দেখাতে পারেনি দলটি। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে একটি ফেক বার্তায় দলটি প্রশ্নটিকেও বয়কট করেন।
বিএনপি থেকে কোনো ধরনের উত্তর না পেয়ে আমরা যোগাযোগ করি ফেক কিছু মনোবিজ্ঞানীর সাথে। ভারতের নির্বাচন বয়কট করার পেছনে দীর্ঘদিনের মানসিক অভ্যাসকে দায়ি করছেন তারা। এমনই এক মনোবিজ্ঞানী বলেন, ‘দীর্ঘদিন নির্বাচন বয়কট করতে করতে অভ্যাসবশত হয়তো করে ফেলেছে। খেয়াল করেনি, কোন দেশের নির্বাচন।‘
দলটির মানসিক অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে অন্য এক মনোবিজ্ঞানী বলেন, ‘বিএনপি এই মুহূর্তে এমন এক মানসিক অবস্থানে আছে শুধু ভারতের নির্বাচন না, সমাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস মনিটরের নির্বাচনের কথা শুনলেও তারা বয়কট করবে।‘
বিষয়টি স্বীকার করেছেন নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক ফেক নেতাও। তিনি জানান, ‘কোথাও নির্বাচন হচ্ছে শুনলেই আমাদের বয়কট করতে হয়। নইলে ঠিকঠাক ঘুম হয় না, খেতে পারি না, বমি বমি লাগে। সেজন্যই আমরা নির্বাচন বয়কট করি।‘