ভ্যালেন্টাইন ডে-তে রেস্টুরেন্টে সিঙ্গেলদের জন্য রাখা হচ্ছে সিঙ্গেল জোন

১৫২ পঠিত ... ১৮:০৬, ফেব্রুয়ারি ১২, ২০২৪

427021268_3642535886015560_4201629119146354222_n

ভ্যালেন্টাইন ডে এলেই প্রতিবছর কাপলদের জন্য থাকে নানাবিধ অফার কিন্তু সিঙ্গেলদের Love life-এর মতো এই দিনটাও একপ্রকার মরুভূমির মতোই কেটে যায়, তবে এবার ভ্যালেন্টাইনে সিঙ্গেলদের মনের ক্ষতে প্রলেপ দিতে অভিনব এক আইডিয়া নিয়ে এসেছে রেস্টুরেন্টগুলো। কাপল জোনের মতো ভ্যালেন্টাইন স্পেশাল সিঙ্গেল জোনও চালু করতে যাচ্ছে তারা। এইসব জোনগুলোতে কাপলদের no entry সাইন রাখার পাশাপাশি ভেতরে থাকবে বাপ্পারাজের সিনেমার প্রদর্শনী ব্যবস্থা, এমনকি বাপ্পারাজের ‘তোমরা সবাই থাকো সুখে আগুন জ্বলুক আমার বুকে’ গানটি কারাওকেতে গাওয়ার ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন এক রেস্টুরেন্ট মালিক।

বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানার জন্য Shake out রেস্টুরেন্টের মালিক আমাদের বলেন ‘ভ্যালেন্টাইন ভালোবাসা পাওয়ার অধিকার সিঙ্গেলদেরও আছে, সিঙ্গেল বলে কী তারা মানুষ না। কাপলদের জীবনে তো সারাবছরই আনন্দ, সিঙ্গেলদের কষ্ট ভাগাভাগি করে তাদের মনে একটু আনন্দের ছোয়া লাগাতেই আমাদের এমন পরিকল্পনা। আমাদের এখানে কেউ কান্নাকাটি করে কাঁধে মাথা রাখতে চাইলে আওয়ারলি বেসিসে ঘাড়ও ভাড়া দেওয়া হবে, দুনিয়ার সিঙ্গেল এক হও  Shake out করো।’

১৫২ পঠিত ... ১৮:০৬, ফেব্রুয়ারি ১২, ২০২৪

Top