যারা থাইল্যান্ড যেতে পারেননি তাদের জন্য আসছে দরিদ্র ভাতা

১০৪ পঠিত ... ১৭:৪৮, ফেব্রুয়ারি ০৪, ২০২৪

422363472_362930436542406_3438096348886396041_n

নানান রকম ভাতার পর বাজারে আসছে দরিদ্র ভাতা। যদিও আগে থেকেই দরিদ্র ভাতার চল কিছু কিছু জায়গায় আছে। তবে কোল্ডপ্লে'র কনসার্টের উদ্দেশ্যে যারা থাইল্যান্ড যেতে পারেননি, তাদের জন্য বিশেষভাবে চালু হচ্ছে দরিদ্র ভাতা।

এ ব্যাপারে ভাতা মন্ত্রণালয় জানান, ‘সামান্য কোল্ডপ্লে'র কনসার্টে যেতে পারে না, দেশের জন্য এমন নাগরিক থাকাও লজ্জাজনক। দেশে আপনাকে এতকিছু দিয়েছে, দারিদ্রতা, বেকারত্বের হার কমিয়েছে, শিক্ষার হার বাড়িয়েছে,তবু যদি থাইল্যান্ড অ্যাফোর্ড করতে না পারেন, তাহলে আর কিছু বলার নেই। কতটা দরিদ্র হলে থাইল্যান্ড অ্যাফোর্ড করা যায় না, আমরা সেটা ভাবছি। তবে জানিয়ে রাখা ভালো, এসব দরিদ্র ব্যক্তিদের কক্সবাজারের রোহিঙ্গাদের সাথে পুনর্বাসন স্থাপন করার প্ল্যান চলছে। তাহলে আমরা একসাথে তাদের দেখভাল করতে পারবো। একটি এনজিও প্রতিষ্ঠান তাদের দায়িত্ব নিতে আগ্রহী...’

এ ব্যাপারে রিকশাচালক আবেদ আলী (৫৪) বলেন, ‘গতরে যতদিন শক্তি আছে ভাতা ভুতা নিমু না। পাছায় কাপড় নাই, আর মাথায় ঘোমটা দেওয়ার আলাপ করে। বহুত মানুষ না খায়া পইড়া আছে, ওদের দেখ গিয়া…’

তবে এমন মন্তব্যকে ভিত্তিহীন এবং বিরোধীদলীয় চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছে BCCC (Bangladesh Committee of Coldplay Concert) আবেদ আলীর উত্তরে তারা বলেন, 'দেশ এখন লস অ্যাঞ্জেলস হয়ে গেছে, মানুষ বদলে গেছে, এরকম দিন এখন স্বপ্নেও পাওয়া যায় না...’  

এদিকে ভাতার কথা শুনে থাইল্যান্ড যাওয়া ক্যান্সেল করা মানুষের সংখ্যাও কম নয়। চাঁদপুরের রিফাত তাদের মধ্যে একজন। তিনি বলেন, ‘আমি আসলে দরিদ্রই। ধার দেনা করে, ঘরের ফ্রিজ, সোফা বেঁচে টিকেটটা যোগাড় করছি। এই দেখেন টিকেট বিক্রি করে দিচ্ছি। আমাকে ভাতা দিন। আমার ভাতার ভীষণ দরকার!’ তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, দরিদ্র ভাতার কথা শুনে প্লেন থেকে প্যারাশ্যুট নিয়ে লাফ দিয়েছেন কুমিল্লার বেলাল (৩৪) নামের এক ব্যক্তি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। একটু সুস্থ হলেই ভাতার জন্য আবেদন করবেন বলে জানান।

১০৪ পঠিত ... ১৭:৪৮, ফেব্রুয়ারি ০৪, ২০২৪

Top