আজ মহা আড়ম্বরে বিশ্বের সকল স্থানে পালিত হচ্ছে মানবতা দিবস। এই বিশেষ দিবসকে কেন্দ্র করে মানবতা চর্চার এক অপরিসীম নিদর্শন দেখা যাচ্ছে সব জায়গায়। ‘মানুষ মানুষের জন্য’ এই গানে সুর মিলিয়ে বিভিন্ন শহরে পথে নেমেছে মানুষ।
এমনই এক দিনের জন্য বিশেষ বার্তা নিয়ে হাজির হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO). সংস্থাটির মহাসচিব তেদ্রোস আধানোম এক কাল্পনিক বার্তায় বলেন, ‘মানবতা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি গুণ। যতই দিন যাচ্ছে, আমরা ক্রমশ মানবিক হয়ে উঠছি। দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে মানবতার বার্তা। বাধ সেধে কেবল একটি জিনিস। হানি-নাট। এটি খেলেই “মানবতা আজ কোথায়” রব ওঠে চারদিক থেকে। তাই অন্তত আজকের এই বিশেষ দিনে হানি-নাটস খাওয়া থেকে বাঙালী সকল পুরুষকে আহবান জানাই।‘
কেন এই নিষেধাজ্ঞা, জানতে চাইলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তেদ্রোস। পরে তাকে ভালো করে চেপে ধরা হলে তিনি বলেন, ‘আমি এক ফাইল আনাইছিলাম। এরপর থেকেই নিজেকে মনে হচ্ছে আসল পুরুষ। আজকের দিনটা যাক, কালকে আপনিও এক ফাইল আনায়ে খাইয়েন।‘
‘কেন খেয়েছেন হানি-নাটস?’ প্রশ্ন ছোঁড়া হলে তেদ্রোস সাহেব বক্র হাসি হেসে বলেন, ‘বুঝেনই তো…’