এসো নবীন, ভয় নাই, সৌদি লীগে পেনাল্টি নাই: নেইমারের উদ্দেশে রোনালদো

১৮৮ পঠিত ... ১৬:১২, আগস্ট ১৬, ২০২৩

Eso-nabin

অবশেষে পিএসজি থেকে সৌদি লীগে পাড়ি জমাচ্ছেন ব্রাজিলের নয়নের মনি, হেক্সা মিশনের কান্দারি নেইমার। আল হিলালে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কিন্তু কী হবে সৌদিতে গেলে? ওখানে কি খেলার মাঠ, লাথি দেয়ার বল আছে? নাকি ধু-ধু মরুভূমি? এইসব নিয়ে বেশ টেনশোনে পরে গেছেন নেইমার।

সেই টেনশনের কথা শুনেই নেইমারকে অভয় দিয়েছেন নেইমারের বড়ভাই, সৌদি লীগের অভিজ্ঞ সেনানী রোনালদো। আজ সকালে এক বার্তায় তিনি বলেছেন, ‘সৌদি নিয়ে শুরুর দিকে আমিও অনেক ভয়ে ছিলাম। খেলা কই হবে, মরুভূমিতে না তো? তারপর খেলার জন্য বল-টল আছে তো ওদের? থাকেও যদি, সেই বলের ভেতর কী থাকে? বাতাস? নাকি তেল? আর ওরাই বা কী খায়? শুধুই কি খেজুর খায়? নাকি মাছ-গোশতও খায়?’

রোনালদো আরও বলেন, ‘তবে এসে দেখি কোনো টেনশন নাই। সুন্দর সুন্দর স্টেডিয়াম, আরও সুন্দর বল। সবচেয়ে বড় কথা, এইখানে কোনো পেনাল্টি নাই। তোরও ডি-বক্সে গড়াগড়ি খাওয়ার দরকার নাই, আমারও পেনাল্ডো নাম হওয়ার ভয় নাই। আর পেনাল্টি নাই দেখে আরেকটা দলের এইখানে ট্রফি জেতারও কোনো সুযোগ নাই!’

রোনালদোর কথা শুনে সাহস পেয়েছেন নেইমার। এই ক্ষুদে বার্তায় তিনি বলেছেন, ‘আইতেছি, আইতেছি… আমি পাঁচ মিনিটের মধ্যে আইতেছি…।‘

১৮৮ পঠিত ... ১৬:১২, আগস্ট ১৬, ২০২৩

Top