আসন্ন এশিয়া কাপ, বিশ্বকাপ, টি-টোয়েন্টি, টেস্টের জন্য অধিনায়ক ঘোষণার কথা ছিলো আগেই। ধীরে ধীরে সময় পেছাতে পেছাতে অবশেষে বোর্ড বসল মিটিঙে। সবাই অপেক্ষা করছে রুদ্ধশ্বাসে, কে হবেন অধিনায়ক।
সভাশেষে জানা গেল, অধিনায়ক নির্বাচিত না হলেও, কে অধিনায়কত্ব করার জন্য সবাইকে ঝোলাঝুলি করবেন, সেটা জানা গেছে। তিনি নাজমুল হাসান পাপন। অধিনায়ক নির্বাচন এখন তার হাতেই।
প্রশ্ন হচ্ছে, অধিনায়ক কেন পাপন নির্বাচন করবেন? এ ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম নির্বাচন কমিশনারের এক কল্পিত ফেসবুক অ্যাকাউন্টে। তিনি জানিয়েছেন, ‘একটা নির্বাচন হবে, সেটাও জাতীয় দলের অধিনায়কের মতো গুরূত্বপূর্ণ নির্বাচন, অথচ আমি তো কিছুই জানি না! এটা কেমন কথা?’
এই বিষয়ে জনতাকেও দেখা গিয়েছে ক্ষোভে উত্তাল অবস্থায়। মিছিলের মাঝে একজন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘অধিনায়ক নির্বাচন হবে, অথচ তার কোনো প্রচারণা নাই কেন? প্রার্থীরা চা-পানি খাওয়াবে, জনসভা হবে, মাইকিং হবে, গরু জবাই কবে খানাদানা হবে। এইসবের তো কিছুই দেখলাম না! তারথেকে বড় কথা, ব্যালট পেপার কই? রাতেরবেলা ভোটের আয়োজন কই? এইটা আবার কীসের নির্বাচন?’
এ ব্যাপারে তিয়াত্তর টিভির হিয়াসাত রাজিমকে জিজ্ঞেস করতে গিয়ে দেখা গেল, তিনি নিজেই ক্যামেরার সামনে কথার বোমাবর্ষণে ব্যস্ত। উত্তেজিত স্বরে তিনি বলে চলেছেন, ‘পাপন কীভাবে নির্বাচন করবে? হু ইজ পাপন?’ এরপর ‘মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল্লাহ রিয়াদ…’ বলতে বলতে তিনি ফেইন্ট হয়ে যান।