পুরো গুলশান এলাকা কিনে নিতে চায় ছাতা ব্যবসায়ী সমিতি

২২৮ পঠিত ... ১৭:১২, আগস্ট ০৮, ২০২৩

পুরো-গুলশান

দেশজুড়ে চলছে মুষলধারে বৃষ্টি। সেই সাথে ঘুম হারাম হয়ে গেছে ছাতার ব্যবসায়ীদের। সকালবেলা দোকান খোলার আগেই কাকভেজা হয়ে লাইন ধরে ক্রেতারা, সেই লাইন শেষ হয় মধ্যরাতে। ওপর থেকে ঢাকা শহরে আর কোনো পিচঢাকা রাস্তা দেখা যাচ্ছে না, শুধু ছাতা আর ছাতা।

ছাতার এই অভাবনীয় বিক্রিতে ফুলে-ফেঁপে উঠেছে ছাতা ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট। কেউ কেউ চিন্তা করছেন সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার, সিঙ্গাপুরে কোনোভাবে অর্থ পাঠানো যায় কিনা, সেই চিন্তাভাবনাও দেখা যাচ্ছে কারও কারও মাঝে। সিঙ্গাপুরে অর্থ পাঠানোর ব্যাপারে তাদের সামনে নাকি উদাহরণও আছে।

তবে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে ছাতা ব্যবসায়ী সমিতি। তারা এইসব অ্যাকাউন্ট খোলা বা টাকাপয়সা নিয়ে চিন্তা করছে না। বরং ছাতা ব্যবসায়ী সমিতি যেন ভবিষ্যতে নিজের কাজ স্ট্যাটাস বজায় রেখে করতে পারে, সেজন্য পুরো গুলশান এলাকাই কিনে নিতে চায় তারা। এ ব্যাপারে সমিতির সহ-সভাপতি আমাদের জানান, ‘ছাতা ব্যবসায়ী সমিতির এখন যে অবস্থা, তাতে একটা আলাদা চেম্বার অফ কমার্স খোলা এখন সমাজের দাবী। পুরো গুলশান না কিনলে এখন আর জুত হচ্ছে না।‘

এ ব্যাপারে একজন ছাতার ব্যবসায়ীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আবার টানা বৃষ্টি কবে হবে?’

২২৮ পঠিত ... ১৭:১২, আগস্ট ০৮, ২০২৩

Top