দৃষ্টিভঙ্গি বদলানো শিখতে ইউরোপ সফরে যাচ্ছেন ৫০ সরকারি কর্মকর্তা

৩০৩ পঠিত ... ২০:২৮, জুন ১২, ২০২১

দেশে দৃষ্টিভঙ্গি বদলানোর জোয়ার চলছে। সবাই যে যার মত দৃষ্টিভঙ্গি বদলে ভালো হয়ে যাওয়ার চেষ্টায় ব্যস্ত। এমন বিপ্লবের দিনে তরুণদের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন ৫০ জন সরকারি কর্মকর্তা। দৃষ্টিভঙ্গি বদলানোর এই মিছিলে সামিল হওয়ার জন্য ভালো করে দৃষ্টিভঙ্গি বদলানো শিখতে ইউরোপ সফরে যাচ্ছেন তারা।

drishtibhongi-bodlano

সফরকারি দলটির এক কর্মকর্তা eআরকিকে বলেন, 'ফেসবুকে কয়েকদিন ধরে তরুণদের দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা দেখতেছি। চেষ্টাটা দারুণ। কিন্তু সঠিকভাবে না জানার কারণে তারা হয়তো ভালোভাবে দৃষ্টিভঙ্গি বদলাতে পারছে না। তরুণবান্ধব আমলা হিসেবে তো আমরা বসে থাকতে পারি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ইউরোপে গিয়ে দৃষ্টিভঙ্গি বদলানো শিখে তাদেরকে শিখিয়ে দিবো।'

এ সময়ে তরুণদের হাত ধরে বুড়োদের বিদেশ সফরে এগিয়ে যাবে দেশ- এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সফরকারী দলের অন্য এক কর্মকর্তা বলেন, 'তরুণদের হেল্প করা আমাদের দায়িত্ব। সেজন্য নিজেদের হাজারো ব্যস্ততা একপাশে রেখে শুধু দেশ-মাতৃকার কল্যানে এই করোনার মধ্যে ইউরোপ যেতে হচ্ছে।'

এই সফরে জেলা ভিত্তিক দৃষ্টিভঙ্গি বদলানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বিষয়েও দৃষ্টিভঙ্গি বদলানো শেখা হবে জানান একজন। পাশাপাশি তিনি বলেন, 'আপনারা জানেনই, সরকারি চাকরি করে বলেই কারণে-অকারণে বিদেশ সফরে যাই। এই দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে।

৩০৩ পঠিত ... ২০:২৮, জুন ১২, ২০২১

Top