ট্রাকভর্তি চিপসের প্যাকেট ও প্লাস্টিক বোতল নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে রওনা দিয়েছে কোটি কোটি ভ্রমনপিপাপু।
ঢাকা থেকে রওনা দেয়া একটি দলের সাথে কথা বলে জানা যায়, 'এইসব চিপসের প্যাকেট ও প্লাস্টিকের বোতল দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে সংবর্ধনা দেয়া হবে।'
ক্যামেরা গলায় একদম ফটোগ্রাফারকেও দেখা যায় ট্রাকের পেছনে। 'কাঞ্চনজঙ্ঘার কিছু ভালো ছবি তুইলেন' আমাদের এমন অনুরোধে তারা বলেন, সরি ব্রো! আমরা ট্রাকের সাথের। আমরা আসলে ফেলে রাখা বোতল আর চিপসের প্যাকেটের ছবি তুলে ফেসবুকে দিবো। সেজন্যই ১ ট্রাক বোতল ইনভেস্ট করেছি।'
'শুধু সংবর্ধনা না, কাঞ্চনজঙ্ঘাকে ট্যুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করতেও চিপসের প্যাকেট ও প্লাস্টিকের বোতল দরকার' পানি খেয়ে বোতলকে ট্রাকের উপর রেখে এমনটা জানান বরিশাল থেকে রওনা দেয়া অন্য একটি দল। এই দলের এক সদস্য বলেন, 'চিপসের প্যাকেট আর প্লাস্টিকের বোতল না থাকলে ট্যুরিস্ট স্পট বলে মনে হয় না।'
নিজেদের পরিকল্পনা জানাতে গিয়ে তিনি বলেন, 'এখানে কয়েক লাখ বোতল আছে। ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত এগুলো ছড়িয়ে দেয়া হবে। আশা করি, কাঞ্চনজঙ্ঘা এতে বেশশ খুশি হবে।'
সরাসরি কাঞ্চনজঙ্ঘায় বোতল ফেলতে পারবেন না বলেও হতাশা ব্যক্ত করেন তারা। চট্টগ্রাম থেকে আসা এমনই একজন বলেন, 'বোতল ছুড়ে দেখছি, কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত যায় না। কাঞ্চনজঙ্ঘাকে বোতল না দিলে আসলে পর্যাপ্ত সম্মান দেখানো হচ্ছে না।'
ফলে অনেকটা বাধ্য হয়েই তারা মর্যাদার প্রতিক এই চিপসের প্যাকেট ও প্লাস্টিক বোতলগুলো পঞ্চগড়েই ফেলছেন।
তবে এমন সমস্যার কারণে যারপরনাই খুশি হয়েছে কাঞ্চনজঙ্ঘা। যদিও বোতল স্তুপের ভেতর থেকে মুখ বের করে পঞ্চগড় বলেন, 'আমি কী দোষ করলাম!'