শীত এলেই উইন্টার লাভারদের মন ছটফট করে—হুডি পরা, লেপ-কম্বলের আরাম, দুপুরবেলার রোদে পিঠ সেঁকানো কিংবা ঠান্ডা কাচা বাতাসে গা এলিয়ে দেওয়া। কিন্তু সমস্যা একটাই, শীত কবে আসবে তা কেউ জানে না! চারপাশে গুজব, শীত নেমেছে, আবার কেউ কেউ বলছেন, এখনও নামেনি। তবে বেশিরভাগের মতামত একটাই: এবার শীত আসবে ধীরে।
উইন্টার লাভাররা যে শীত নিয়ে কতটা আবেগপ্রবণ তা তাদের শীত উদযাপনের অ্যাস্থেটিক প্ল্যান থেকেই বোঝা যায়। হুডি, কোট, এবং মাফলার—এসব ছাড়া তাদের জীবন অর্থহীন মনে হয়। তবে শীত ঠিক কবে আসবে সেই বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না থাকলে তারা শীতের প্রকৃত আনন্দে মেতে উঠতে পারয়নি এখনও।
এমন অবস্থায় উইন্টার লাভাররা একাট্টা হয়ে দাবি তুলেছেন, বাংলাদেশে শীত নামা বিষয়ক একটি মন্ত্রণালয় খুলতে হবে এবং একজন উপদেষ্টা নিয়োগ দিতে হবে! উইন্টার লাভার সংঘের এক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কি বারবার গুজব শুনেই শীত উদযাপন শুরু করব? আমাদেরও তো আবেগ আছে! একটা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে চাই শীত কবে আসছে। তিনি আরও বলেন, বিদেশে তো গ্রীষ্ম বা শীতের আগাম ঘোষণা হয়, আমাদের এখানে শীত নিয়ে কোনো পরিকল্পনা নেই। কোথাও থেকে হুডি পরে বের হলাম, দেখা গেল চারপাশে সবাই হাফ হাতা গেঞ্জি পরে ঘুরছে। এমন হলে আমাদের লজ্জায় মাথা কাটা যাবার মতো অবস্থা হয়।
উইন্টার লাভারদের মতে, শীত নামা বিষয়ক উপদেষ্টা হিসেবে ছোটন কাকা ছাড়া আর কেউই যোগ্য নয়। ছোটন কাকাই আমাদের শীত প্রীতির অনুপ্রেরণা, বলেন এক উইন্টার লাভার। তিনি যখন শীতের সোদনে দাঁড়ানো যাচ্ছে না বলেন তখন আমরা নিশ্চিন্ত হই যে শীত অবশেষে এসেছে। তার কথা ছাড়া আসলে শীতকালটা অপূর্ণই থেকে যায়। ছোটন কাকার এক ভক্ত সরাসরি জানিয়েছেন, যদি ছোটন কাকাকে যদি উপদেষ্টা বানানো না হয়, তাহলে এবারের শীতে খালি গায়ে রাস্তায় বের হব।
অন্যদিকে, গেম অফ থ্রোনসের নাইট কিংও একজন সম্ভাব্য প্রার্থী। তিনি একবার উইন্টার ইজ কামিং বললেই আমরা যার যার অবস্থান থেকে শীত পালন করা শুরু করে দেব বলে জানিয়েছেন একজন নাইট কিং ভক্ত।
উইন্টার লাভার সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যদি দ্রুততম সময়ে একজন উপদেষ্টা না পান সামনে থেকে আজীবন খালি গায়ে থাকবেন, আর এর জন্য চরম মূল্য দেবে ইউসুফ সরকার। এখন শুধু সময়ের অপেক্ষা, দেখার বিষয়—ছোটন কাকা, নাইট কিং নাকি অন্য কেউ এই শীতের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন!