আসন্ন ১২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া লঙ্কা টি-টেন লিগে খেলবেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান। নিলামের প্রক্রিয়ায় অংশ না নিয়েই তিনি গল মারভেলসের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এবারের লিগে তিনি পারিশ্রমিক হাতে হাতে নিতে চান, কারণ সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে।
সাকিব তার পারিশ্রমিকের ব্যাপারে বলেন, ব্যাংকের ওপর আমি আর ভরসা রাখতে পারছি না। ভবিষ্যতে সব ধরনের পেমেন্টের ক্ষেত্রে আমি হাতে হাতে টাকা নেব। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হলেও তার খেলার সিদ্ধান্তে কোনো প্রভাব পড়েনি। তিনি আরও জানিয়েছেন, বিদেশে থেকে তার পক্ষে পারিশ্রমিক গ্রহণ ও হিসাবের জন্য কিছু অভিজ্ঞ লোক নিয়োগ দেওয়া হয়েছে, যারা প্রত্যেক টাকা হাতে হাতে গুনে পইপই করে হিসাব নিশ্চিত করবেন।
বাংলাদেশ ব্যাংক সাকিবের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পর থেকে দেশের ব্যাংকিং সিস্টেম নিয়ে তার আস্থার সংকট দেখা দিয়েছে বলে গুঞ্জন উঠেছে। আমাদের এক প্রতিনিধি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সাকিব বলেন, ব্যাংকে টাকা রাখলে শীতের সময় ফ্রিজড হয়ে যায়। নিজের হাতে টাকা থাকলে এসব নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না, খেলাটাও বেশ মন দিয়ে খেলতে পারব। তাই হাতে হাতে টাকা নেওয়াই নিরাপদ মনে করছি।
শিশির ভাবির সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি জানান একটা বড় ফেসবুক পোস্ট লিখবেন বলে ভাবছেন, তবে আমাদের আগেই জানিয়ে দিলেন কী লিখবেন তিনি। তার বক্তব্য অনেকটা এরকম, বাঙ্গালী জাতি আসলেই নিমকহারাম, এত এত জয় সাকিবের জন্য উদযাপন করতে পেলো , আর এখন নাকি সামান্য কিছু দুর্নিতির জন্য ব্যাংক একাউন্ট ফ্রিজ করেছে। আরে আমাদের বাসায় কি ফ্রিজের অভাব আছে? আমরা টাকা আর ব্যাংকে নিবই না, আমাদের টাকার গরম আছে, আমাদের টাকা ফ্রিজ করে রাখা অর্থহীন।
সাকিবের হাতে হাতে টাকা নেওয়ার সিদ্ধান্তের পর তার ভক্তরা সাহায্য করার জন্য ভলান্টিয়ার হতে চাচ্ছেন। ফেসবুকের ফেক প্রোফাইল থেকে একটি পোস্টে তিনি বলেন, আমার টাকা আমি নিজেই বহন করব, প্রয়োজন হলে একশবার শ্রীলঙ্কায় যাব আসব। অন্যের হাতে টাকা তুলে দিব না। কবির ভাষায় আরও বলেন, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন।