টাকা নেই, মূল্য ইউসুফ সরকার দেবে; রেস্টুরেন্টে খেয়ে বললেন যুবক

৩৮১ পঠিত ... ১৭:২১, অক্টোবর ২৩, ২০২৪

1 (18)

রেস্টুরেন্টে খেতে গিয়ে টাকাপয়সা নিয়ে ঝামেলা অনেকেই পড়েন। কেউ কেউ বন্ধুদের হেল্প নিয়ে ইজ্জত রক্ষা করেন, কেউ কেউ আবার অন্য কোন উপায়ে সমাধানের চেষ্টা করেন। এমনকি সিনেমা নাটকে দেখা যায় বাসনপত্র মেজেও অনেকে মূল্য পরিশোধের চেষ্টা করেন। কিন্তু সম্প্রতি মোহাম্মদপুরে ঘটেছে অভিনব এক ঘটনা। রেস্টুরেন্টে খেয়ে বিল দেওয়ার সময় ‘টাকা নেই, মূল্য ইউসুফ সরকার দেবে’বলে রেস্টুরেন্ট থেকে পালিয়ে যান এক যুবক। ঘটনায় আকস্মিকতায় হতব্বিহল হয়ে পড়েছেন সেই রেস্টুরেন্ট সংশ্লিষ্ট সবাই।

রেস্টুরেন্টের মালিক আমাদের বলেন, খেয়েদেয়ে ভারতকে এর চরম মূল্য দিতে হবে বললেও বুঝতাম, ভারত সরকারের থেকে না হয় টাকা নেওয়া যাইত। কিন্তু এই ইউসুফ সরকারটা আবার ক্যাডা? আপনাদের কাছে টাকা না থাকলে আমাদের সমস্যা নাই,  আইসা এমনিতেই খাইয়া যাইবেন। কিন্তু ইউসুফ সরকারের থিকা টাকা নেওনের ঝামেলায় আমাগোরে ফেলাইয়েন না।

অন্যদিকে শুধু এই রেস্টুরেন্ট নয় ঢাকা শহরের অনেক রেস্টুরেন্ট এবং শপিং সেন্টার থেকেই এই ইউসুফ সরকারের মূল্য দেওয়া সংক্রান্ত ঘটনা সামনে আসতে শুরু করেছে। কিন্তু কে এই ইউসুফ সরকার, এখন পর্যন্ত এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও জানা যায় কমিটির মেম্বার নিজেও এক রেস্টুরেন্ট থেকে খেয়ে বিল ইউসুফ সরকারের ঘাড়ে চাপিয়ে বর্তমানে পলাতক আছেন।

৩৮১ পঠিত ... ১৭:২১, অক্টোবর ২৩, ২০২৪

Top