ডিমের দাম শোনার পর বাংলাদেশ অ্যাম্বাসির সামনে ইউরোপিয়ান মুরগির লম্বা লাইন

১০৬ পঠিত ... ১৭:৪৪, অক্টোবর ০৬, ২০২৪

20

বাংলাদেশে ডিমের দামের ঊর্ধ্বগতি দেখে নিজেদের ক্যারিয়ারের খাতিরে বাংলাদেশকে বেছে নিতে শুরু করেছে ইউরোপিয়ান মুরগি সমাজ। গত এক মাসে ডিমের দাম ছুঁয়েছে আকাশ, আর আকাশ থেকেই ডিমের দাম দেখার পর মাথা ঘুরে গিয়েছে তাদের। ভিসার আশায় ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ অ্যাম্বাসির সামনে লম্বা লাইনে মানুষের বদলে মুরগিদের ভিড়ও বেশ লক্ষণীয়।

লাইনে দাঁড়িয়ে থাকা এক মুরগিকে বাংলাদেশের প্রতি আগ্রহ জন্মানোর কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ইউরোপের জীবন খুব কষ্টের। এখানে সবকিছু নিয়মকানুন মেনে চলে। সিন্ডিকেট নাই তাই ব্যবসায়ীদের উপরি কামাই নাই, আমাদেরও এক্সট্রা খাতির যত্ন নাই। জীবন একটাই, কেন এখানে বসে বসে জীবন নষ্ট করব, আর কষ্ট করব? বাংলাদেশের সিন্ডিকেট ব্যবস্থা আমাকে মুগ্ধ করেছে, ইউরোপের বদলে সেখানকার রাস্তায় থাকাও ভালো। শুনেছি সেখানে নাকি আমাদের পড়াশোনার জন্য আলাদা একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আছে। মুরগিদের নিয়ে এত ভাবে যে দেশ, সে দেশকে ভালোবাসব না তো কাকে ভালোবাসব।

তবে বাংলাদেশে ইউরোপিয়ান মুরগিদের আগমনকে ইতিবাচকভাবে দেখছেন না দেশিয় মুরগি সমাজ। ইউরোপিয়ান মুরগিদের উদ্দেশ্য করে দেশি মুরগি সমাজের এক নেতা বলেন, ঐ শালার ঘরে শালারা কম্পিটিশন লাগাইতে চায়, কম্পিটিশন। এদের প্রতিহত করতে ব্রয়লার, সোনালী, দেশি সকল মুরগিকে এক হতে হবে। দরকার হলে আমরা শেয়ালের সাথে হাত মেলাব, কিন্তু বিদেশি মুরগিদের বাংলায় ঠাই নাই। এ পর্যায়ে তিনি ‘দুনিয়ার মুরগি এক হও লড়াই করো’ স্লোগান দিতে শুরু করেন।

১০৬ পঠিত ... ১৭:৪৪, অক্টোবর ০৬, ২০২৪

Top