গ্রামের ভেতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা। পাবলিক বাস চলে এই সরু রোডেও।
হঠাৎ, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে এক্সিডেন্ট করে বসলো বাসটি।
ড্রাইভার বাধ্য হয়ে বাস থামালো। প্রায় সকলেই বাস থেকে নামলেন দেখার জন্য।
দেখা গেল, মোটর সাইকেলটা এক্কেবারে দুমড়ে-মুচরে গেছে। আরোহী ভদ্রলোক মারাত্মক জখম অবস্থায় পরে রয়েছে ওখানেই।
যাত্রীদের একজন নেতা টাইপের। দেখে বললেন, ‘আরে ছেলেটার তো ঘাড় উল্টে গেছে; ধর তো, ধর তো- সোজা করে দিই’ বলেই ঘাড়টা মোচড় দিয়ে সোজা করে দিলেন।
সকলের সহযোগিতায় সেই বাসে করেই মারাত্মক আহত ভদ্রলোকটিকে নিয়ে যাওয়া হলো সদর হসপিটালে।
কর্তব্যরত ডাক্তার আহত রোগীকে ভালো মতো দেখে বললেন, ‘আপনারা এ কী করেছেন? ওনার ঘাড় তো ঠিকই ছিল! প্রচন্ড শীতের হাত থেকে রেহাই পেতে সে জ্যাকেট উল্টো করে পরে পেছনে জিপার টেনে রেখেছিল- আর আপনারা তার সোজা ঘাড়কে ভেঙে উল্টো করে দিলেন?’
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন