এক সুরাবিলাসী নিয়মিত পানশালায় যান। কিন্তু তাঁর স্বভাব বিচিত্র, তিনি সব সময় একসঙ্গে দু গেলাস পানীয়ের অর্ডার দেন। ফুরিয়ে গেলে তারপর আবার দু গেলাস। আবার দু গেলাস। সব সময় একসঙ্গে দু গেলাস, কিছুতেই এক গেলাস নয়।
একদিন এক দুঃসাহসী, কৌতূহলী বেয়ারা ঐ ভদ্রলোককে বিনীতভাবে প্রশ্ন করলো, ‘আচ্ছা স্যার একটা কথা, যদি কিছু মনে না করেন।’ ভদ্রলোক গেলাস থেকে ঠোঁট তুলে নিয়ে জানতে চাইলেন, ‘কী কথা?’ বেয়ারা মাথা চুলকিয়ে বললো, ‘না স্যার, তেমন কিছু নয়, এই আপনি এক সঙ্গে একেক বারে দু গেলাস করে নেন কেন?’
প্রশ্ন শুনে ম্নান হেসে ভদ্রলোক এক করুণ কাহিনী শোনালেন, ‘আমার প্রাণের বন্ধু ছিলো, প্রাণেশ। প্রাণেশ আর আমি সব সময়ে এক সঙ্গে মদ খেতাম। প্রাণেশ খুব ভালোবাসতো মদ খেতে। সে আজ কিছুদিন হলো মারা গেছে। কিন্তু আমার আর একা মদ খেতে ইচ্ছে করে না। তাই সব সময়ে দু গেলাস নিই। এই গেলাস প্রাণেশের জন্যে, আর অন্য গেলাস আমার।’
এর কিছুকাল পরে হঠাৎ দেখা গেলো স্বর্গীয় প্রাণেশের বন্ধু সেই ভদ্রলোক পানশালায় এসে দু গেলাসের বদলে এক গেলাসের অর্ডার দিয়েছেন। এই নিয়মভঙ্গ দেখে আগের দিনের সে দুঃসাহসী বেয়ারা বললো, ‘কী হলো স্যার, আজকে আপনার বন্ধুর জন্যে আরেক গেলাস নিলেন না?’
ভদ্রলোক একটু ম্লান হেসে গেলাসে ছোট একটা চুমুক দিয়ে বললেন, ‘এটা তো আমার বন্ধুরই গেলাস। আমার গেলাস লাগবে না। আমি কাল থেকে মদ খাওয়া ছেড়ে দিয়েছি।’
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন