যে কারণে বাংলাদেশের নরকের সামনে সবচেয়ে বেশি ভিড়

৩৩৬২ পঠিত ... ১৬:২৭, সেপ্টেম্বর ০২, ২০১৮

এক লোক মৃত্যুর পর নরকে গেছে। গিয়ে দেখে সব দেশের আলাদা আলাদা নরক। তবে যে কেউ যে কোনো দেশের নরকে ঢুকতে পারে। কোনো বাধ্যবাধকতা নেই। যেমন জার্মানির নরকে ইলেকট্রিক চেয়ারে বসতে হবে তারপর লোহার কাঁটার বিছানায় শুতে হবে তারপর একজন এসে চাবুক মারবে। আমেরিকার নরকেও একই সিস্টেম, রাশিয়ার নরকেও একই সিস্টেম। তবে আশ্চর্যের বিষয় বাংলাদেশের নরকের সামনে বিরাট লাইন। তখন সেই লোকটি গিয়ে জানতে চাইল,
—আচ্ছা সব দেশের নরকের সাজার সিস্টেম তো একই রকম, তাহলে বাংলাদেশের নরকে এত বড় লাইন কেন?
—আরে তাও বুঝলে না...বাংলাদেশের নরকে ইলেকট্রিক চেয়ারে কারেন্ট থাকে না। আর লোহার কাঁটার বিছানাটা চুরি হয়ে গেছে। আর যে লোকটার চাবুক মারার কথা সে আরো দু জায়গায় পার্টটাইম চাবুক মারে, এখানে টাইম মতো আসে না।

৩৩৬২ পঠিত ... ১৬:২৭, সেপ্টেম্বর ০২, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top