আলঝেইমার এক ধরনের নিউরনের জটিলতাজনিত রোগ। এই রোগে আক্রান্ত মানুষ বয়স হতে হতে অনেক কিছু ভুলে যান। গতকাল কী করেছেন সেটা আজ মনে থাকে না, এক ঘণ্টা আগে কী বলেছেন সেটা এক ঘণ্টা পর মনে থাকে না।
সম্প্রতি নেট দুনিয়ায় নতুন একটা আলাপ উঠেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান পাপন কি আলঝেইমারে ভুগছেন?
মূলত পাপনের সাম্প্রতিক এক বক্তব্য নিয়ে উঠেছে এমন আলোচনা। বাংলাদেশ ক্রিকেটের জঘন্য একটি বিশ্বকাপ পার করে আসার পর গতকাল ২ জুলাই সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন পাপন। সেখানে এক সাংবাদিক পাপনকে পাপনের বিখ্যাত উক্তি ‘সবসময় আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ’ নিয়ে একটি প্রশ্ন করেন।
উল্লেখ, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর নিজের এক বক্তৃতায় বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে পাপন বলেন, সবসময় আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ডকাপ। তখন পাপনের এই বক্তৃতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান মজাও করে নেটিজেনরা। বক্তব্যটি ভাইরাল হয়ে এক পর্যায়ে মিম ম্যাটেরিয়াল হিসেবে পরিণত হয়। ফেসবুকে এখনও মিম হিসেবে ঘুরে বেড়ায় পাপনের সেই সময়ের এই বক্তব্য।
তবে গত ২ জুলাই এক সাংবাদিক পাপনকে প্রশ্ন করেন, বাংলাদেশ টার্গেট যে সবসময় নেক্সট বিশ্বকাপ সেই নেক্সট বিশ্বকাপ কবে আসবে?
সাংবাদিকের প্রশ্ন শুনে পাপন সাথে সাথে অস্বীকার করে বলেন, তিনি এমন কথা কখনোই বলেননি। এটা মানুষ বানিয়েছে।
এমন ভুলোমনা পাপন নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে হাজারো মানুষের প্রশ্ন, পাপন কি আলঝেইমারে ভুগছেন? নাকি ডিমেনশিয়ার প্রাথমিক পর্যায়ে আছেন তিনি? কেউ কেউ বলছেন, বাংলা সিনেমার মত মাথায় আঘাত পেয়ে হয়তো তিনি অতীত ভুলে গেছেন। আবার আরেকটা আঘাত পেলে স্মৃতি ফিরে আসবে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন